১৪ অক্টোবর ২০২৫

বিড়াল ধর্ষণ ! গ্রেপ্তার ১

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
বিড়াল ধর্ষণ ! গ্রেপ্তার ১

বাংলাপ্রেস অনলাইন: ক্রমশই বাড়ছে যৌন নির্যাতনের মতো ঘটনা৷ বাদ যাচ্ছেন না শতর্ধ্বো মহিলাও৷ শিশুরাও বহুবারই বিকৃত কামের শিকার হয়েছে৷ কুরুচি সম্পন্ন এই সব মানুষদের হাত থেকে রেহাই মেলে না পশুদেরও৷ কখনও ছাগল তো কখনও গরুর উপরেও অত্যাচারের ঘটনা ঘটে আকছার৷ আর এবার ধর্ষকের শিকার বিড়াল৷ যদিও গৃহকর্ত্রীর সহায়তায় বড়সড় বিপদের হাত থেকে রেহাই পেয়েছে বিড়ালটি৷

বহু মানুষই বিড়ালকে বাড়িতে পোষ্য হিসাবে রাখেন৷ এক্ষেত্রেও ঘটেছিল একই ঘটনা৷ দক্ষিণ আফ্রিকার এক মহিলা বাড়িতে অনেকগুলি বিড়াল পুষেছিলেন৷ বিড়ালগুলি যেন তাঁর প্রাণ৷ একদিন ঘরে বিড়ালকে রেখে অন্যত্র কাজে বেড়িয়েছিলেন তিনি৷ বাড়ি ফিরে অবাক হয়ে যান মহিলা৷ তিনি শোনেন, বিড়ালটি চিৎকার করছে৷ কেন এভাবে বিড়ালটি চিৎকার করছে তা বুঝতে পারেননি ওই মহিলা৷ বুঝতে পেরেছিলেন কিছু একটা হয়েছে বিড়ালটির৷ ছুটে গিয়েছিলেন ঘরে৷ কিন্তু ঘরে গিয়ে যা দেখলেন, তা দেখে রীতিমতো শিউড়ে উঠেছেন তিনি৷ অভিযোগ, ঘরের মধ্যে নগ্ন অবস্থায় এক ব্যক্তিকে দেখেন তিনি৷ তাঁর সাধের বিড়ালকে ঘিরে ধরেছে নগ্ন ওই ব্যক্তি৷ মহিলার আরও অভিযোগ, ওই ব্যক্তিকে তাঁর বিড়ালকে ধর্ষণ করতেও দেখেন তিনি৷ এরপর চিৎকার চেঁচামেচি করতে শুরু করেন তিনি৷ জড়ো হয়ে যান প্রতিবেশীরা৷ তড়িঘড়ি পুলিশে খবর দেন তিনি৷ পুলিশও পৌঁছয় ঘটনাস্থলে৷ ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ৷

ওই বিড়ালটিকে পাঠানো হয় পশু হাসপাতালে৷ মেডিক্যাল টেস্ট করা হয় পোষ্যের৷ পুলিশের দাবি, অভিযুক্তের পোশাক থেকে বিড়ালের লোম পাওয়া গিয়েছে৷ বিড়ালটিকে ওই ব্যক্তি ধর্ষণ করেছে বলেই প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের৷ এর আগে কুকুরকেও ধর্ষণ করেছে অভিযুক্ত৷ তবে এই প্রথমবার পুলিশের জালে ধরা পড়ল ওই বিকৃতকাম ব্যক্তি৷

বাংলাপ্রেস/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন