১৩ অক্টোবর ২০২৫

বিদেশ ভ্রমণে নেই নিষেধাজ্ঞা রিয়া ,

Logo
বাংলা প্রেস প্রকাশ: ০১ অক্টোবর ২০২৫, ০৪:৩১ এএম
বিদেশ ভ্রমণে নেই নিষেধাজ্ঞা  রিয়া ,

বাংলাপ্রেস ডেস্ক:   সুশান্ত সিং রাজপুত মৃত্যুকাণ্ডে মাদক মামলায় অবশেষে সম্পূর্ণ অব্যাহতি পেলেন তার প্রেমিকা রিয়া চক্রবর্তী। বিদেশ ভ্রমণে তার আর কোনো রকমের নিষেধাজ্ঞা নেই বলে জানিয়েছে বোম্বে হাই কোর্ট।

পাঁচ বছর আগে, ২০২০ সালে সুশান্তের মৃত্যুর পরে রিয়া চক্রবর্তীর বিরুদ্ধে অভিনেতাকে আত্মহত্যায় প্ররোচনা থেকে টাকা নয়ছয়ের অভিযোগ উঠলেও তিনি মাদক মামলায় গ্রেপ্তার হন, উঠেন কাঠগড়ায়।

এক মাস সংশোধনাগারে থেকে জামিন পেয়েছিলেন রিয়া।

কিন্তু সেই জামিনের উপরে ছিল বিভিন্ন শর্ত। সেই শর্তগুলো সম্প্রতি তুলে নিলেন বোম্বে হাই কোর্টের বিচারপতি নীলা কে গোখলে।

শর্ত ছিল, বিদেশে ভ্রমণের জন্য বিশেষ আদালতের কাছ থেকে আগে থেকেই অনুমতি নিতে হবে। তা ছাড়া এনসিবি (নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো)-র কাছে জমা রাখতে হবে পাসপোর্ট।

কয়েক মাস আগে রিয়ার আইনজীবী আয়াজ খান বোম্বে আদালতের কাছে এই শর্তগুলো তুলে নেওয়ার আবেদন জানিয়েছিলেন। তার দাবি ছিল, গত চার বছর ধরে আদালতের দেওয়া সব রকমের শর্ত ও বিধিনিষেধ মেনে এসেছেন রিয়া। কখনো কোনো শর্ত অমান্য করেননি।

একজন অভিনেত্রী হিসেবে প্রায়ই দেশের বাইরে যাওয়ার প্রয়োজন পড়ে তার। বিভিন্ন শুটিং ও কাজ সংক্রান্ত বৈঠক থাকে। প্রতিটি কারণের জন্য আলাদা করে অনুমতি নেওয়া অসুবিধাজনক এবং সময়সাপেক্ষ। এর ফলে কাজও হাতছাড়া হচ্ছে রিয়ার। এই কারণগুলো সামনে রেখে শর্ত তুলে নেওয়ার আবেদন করা হয়েছিল।

এই আবেদনের বিরোধিতা করেছিল এনসিবি কর্মকর্তা এস কে হালওয়াসিয়া। তার দাবি ছিল, গুরুতর অভিযোগে রিয়াকে গ্রেপ্তার করা হয়েছিল। তারকা হওয়ার সুবাদে কোনো বিশেষ সুবিধা তার প্রাপ্য নয়। তাই এই শর্তগুলো তুলে নেওয়ার কোনো প্রশ্ন নেই। একবার বিদেশে গেলে, রিয়া আর দেশে ফিরবেন না বলেও আশঙ্কা ছিল তার। তবে শেষ পর্যন্ত রিয়ার আবেদনেই সায় দিয়েছে বোম্বে হাই কোর্ট।

হাই কোর্ট জানিয়েছে, সত্যিই রিয়া কোনো শর্ত ভাঙেননি। সব সময় বিশেষ আদালতের অনুমতি নিয়েই বিদেশভ্রমণ করেছেন এবং নির্দিষ্ট সময়ের মধ্যে ফিরে এসেছেন। এই বিষয়গুলি বিবেচনা করে তার ওপর থেকে শর্তগুলো তুলে নেওয়া হয়েছে। 

পাশাপাশি আদালত জানিয়েছে, আগামী দিনেও রিয়াকে আদালতে নির্দিষ্ট সময়ে হাজিরা দিতে হবে। তদন্তেও সহযোগিতা করতে হবে। পাসপোর্ট ফেরত পেলেও, বিদেশভ্রমণের আগে তদন্তকারী দলগুলোকে সবকিছু জানিয়ে যেতে হবে। বিদেশে গিয়েও ফোন সুইচ অন রাখতে হবে।

বিপি>টিডি
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন