১৩ অক্টোবর ২০২৫

বিদেশি সিনেমায় ১০০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা ট্রাম্পের

Logo
বাংলা প্রেস প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৫৬ এএম
বিদেশি সিনেমায় ১০০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা ট্রাম্পের

বাংলাপ্রেস ডেস্ক:   যুক্তরাষ্ট্রের বাইরে নির্মিত অর্থাৎ বিদেশের মাটিতে তৈরি সব সিনেমার ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

নিজের মালিকানাধীন ‘ট্রুথ সোশ্যাল’ প্ল্যাটফর্মের এক পোস্টে সোমবার ডোনাল্ড ট্রাম্প এই পদক্ষেপের ঘোষণা দিয়ে দাবি করেন, মার্কিন চলচ্চিত্র শিল্প আন্তর্জাতিক প্রতিযোগিতায় পিছিয়ে পড়ছে।

তিনি আরো লিখেছেন, ‘আমাদের চলচ্চিত্র ব্যবসা যুক্তরাষ্ট্র থেকে অন্যান্য দেশ চুরি করে নিয়ে গেছে। ঠিক যেন শিশুর হাত থেকে ক্যান্ডি কেড়ে নেওয়ার মতো।

তবে বিদেশি সিনেমার ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের জন্য ট্রাম্প কোন আইনি ক্ষমতা ব্যবহার করবেন, তা স্পষ্ট নয়।

ট্রাম্পের এই নজিরবিহীন পদক্ষেপ হলিউডের বৈশ্বিক ব্যবসায়িক মডেলকে পুরোপুরি বদলে দেওয়ার আশঙ্কা তৈরি করেছে। তার এই পদক্ষেপ ইঙ্গিত দিচ্ছে, ট্রাম্প তার রক্ষণশীল বাণিজ্যনীতি সাংস্কৃতিক শিল্পেও সম্প্রসারণ করতে আগ্রহী। 

এর ফলে যেসব স্টুডিও আন্তর্জাতিক বক্স অফিসের আয় ও বিভিন্ন দেশের যৌথ প্রযোজনার ওপর ব্যাপকভাবে নির্ভরশীল, তাদের জন্য অনিশ্চয়তা তৈরি হচ্ছে।

এর আগে গেল মে মাসে ট্রাম্প প্রথমবার সিনেমার ওপর শুল্কের ধারণাটি সামনে এনেছিলেন। কিন্তু তখন বিস্তারিত কিছু জানাননি। ফলে বিনোদনজগতের নির্বাহীরা দ্বিধায় ছিলেন, এটি নির্দিষ্ট কিছু দেশের ওপর, নাকি সব দেশের সিনেমার ওপর প্রযোজ্য হবে।

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন