১৫ অক্টোবর ২০২৫

বিএনপি চায় তাদের হাতে ক্ষমতা তুলে দেয়া হোক : খন্দকার মোশাররফ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৭ পিএম
বিএনপি চায় তাদের হাতে ক্ষমতা তুলে দেয়া হোক : খন্দকার মোশাররফ

বাংলাপ্রেস অনলাইন: আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের নতুন সদস্য খন্দকার মোশাররফ হোসেন বিএনপিকে উদ্দেশ্য করে বলেছেন, উনারা চান যে, উনাদের হাতে ক্ষমতা তুলে দেয়া হোক। রাজনীতিতে আমরা তো রাস্তায় ছিলাম। উনারা কি ভুলে গেছেন, আমরা যখন বিরোধীদলে ছিলাম তখন তো পাড়ায় একটা মিছিলও করতে পারিনি? এসময় ২০০৪ সালে বিএনপি সরকারের আমলে আওয়ামী লীগের জনসভায় গ্রেনেড হামলার কথাও তুলে ধরেন খন্দকার মোশাররফ। তিনি বলেন, একুশে আগস্ট নেত্রীর ওপর হামলা হয়েছে। আমরা মিটিং করতে পারিনি। রাস্তায় বের হতে পারিনি। নতুন পদ পাওয়ার পরদিন হেয়ার রোডে নিজ বাসভবনে গণমাধ্যম কর্মীদের এসব কথা বলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন। তিনি গতকাল বৃহস্পতিবার আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের নতুন সদস্য মনোনীত হয়েছেন। খবর : বাসস।

খন্দকার মোশাররফ হোসেন বলেন, বিএনপি ৫০টা দলের মধ্যে একটা দল। এমন না যেন ব্রিটেনের মতো তিনটা দল। লেবার, ডেমোক্রেটিক আর রিপাবলিকান। বাংলাদেশে তো রাজনৈতিক দৈন্যতা নেই। দলের তো আমরা পাঁচজন মিলে একটা দল করে ফেলতে পারি। বাংলাদেশের জনগণের সেই যোগ্যতা আছে। ৫০ দলের মধ্যে একটা দল যদি না আসে তারা যদি স্বেচ্ছায় মুসলিম লীগ হতে চায়, আমরা কিভাবে ঠেকাব? আমরা কি ঠেকাতে পারব? আমরা তাদের বলবো যে, আমরা এখানে কনটেস্ট করবো না, আপনারা আসুন?’

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে গ্রেফতার প্রসঙ্গে তিনি বলেন, খুনি, আসামিদের দিয়ে যদি কেউ নির্বাচন করায় এবং ভয়ভীতি দেখানো হয়, তাহলে তো সেখানে পুলিশ ব্যবস্থা নেবেই। গ্রেফতারের কথা বলে পরিবেশ ঘোলা করার চেষ্টা করলে কোনো লাভ হবে না।

তিনি নিজের পেশাগত অভিজ্ঞতাও তুলে ধরে বলেন, ‘আমি তো শুধু বাংলাদেশ সরকারের সঙ্গে কাজ করেছি তা নয়। জাতিসংঘেও আমি কাজ করেছি। তখন ৩০/৪০টা দেশে রুরাল ডেভেলপমেন্ট নিয়ে তাদের এডভাইস করেছি। সেই সুবাদে বিভিন্ন রাষ্ট্রনায়কের সঙ্গে আমার কাজ করার সুযোগ হয়েছে। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিট করার মতো রাষ্ট্রনায়ক আমার চোখে পড়েনি।’

বাংলাপ্রেস/এফএস

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন