১৪ অক্টোবর ২০২৫

বিমান দুর্ঘটনার ভিডিও দেখে পরীমণির প্যানিক অ্যাটাক

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
বিমান দুর্ঘটনার ভিডিও দেখে পরীমণির প্যানিক অ্যাটাক
বাংলাপ্রেস ডেস্ক: উত্তরার দিয়াবাড়িতে বাংলাদেশ বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে মর্মান্তিক মৃত্যুর মিছিল চলছে। ঘটনায় গোটা দেশ শোকস্তব্ধ, বিনোদন অঙ্গনও তাই! দুর্ঘটনায় হতাহত শিশুদের পোড়া শরীরের ছবি ও ভিডিও দেখে মানসিকভাবে ভেঙে পড়েছেন জনপ্রিয় অভিনেত্রী পরীমণি। প্যানিক অ্যাটাকের শিকার হয়েছেন বলে জানিয়েছেন এই অভিনেত্রী। মঙ্গলবার (২২ জুলাই) পরীমণি তার ফেসবুকে আবেগপ্রবণ একটি স্ট্যাটাসে দিয়েছেন। তাতে এই অভিনেত্রী লেখেন, “আগুনের একটা ট্রমা আমার আছে ছোটোবেলা থেকে। সেটা যে এখনো এত ভয়ংকরভাবে আছে সেটা বুঝতে পারি নাই আগে।”   প্যানিক অ্যাটাক হওয়ার তথ্য জানিয়ে পরীমণি লেখেন, “গতকালের দুর্ঘটনায় ছোট ছোট বাচ্চাগুলোর পোড়া শরীরের ছবি/ভিডিও দেখে আমার খুব খারাপভাবে প্যানিক অ্যাটাক হয়! রাতে হসপিটালে অ্যাডমিশন নিতে হয়। বুকের ভেতর ধরফর করে শুধু। আহারে, এই শোক ওই মায়েরা কীভাবে সহ্য করবেন আল্লাহ! আল্লাহ আল্লাহ!” এই পোস্টের মাধ্যমে ব্যক্তিগত ট্রমা ও সহমর্মিতা প্রকাশ করে নিজের ভেতরের অস্থিরতা, আতঙ্ক এবং মা হিসেবে অন্য মায়েদের জন্য ব্যথা প্রকাশ করেছেন পরীমণি। পরীমণির এই আবেগঘন লেখাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। বহু ভক্ত ও সহকর্মী কমেন্টে তার সুস্থতা কামনা করে এবং একইসঙ্গে নিহত শিশুদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। উল্লেখ্য, গতকাল দুপুরে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ভবনে বিমান বিধ্বস্ত হয়ে পাইলটসহ অন্তত ২৭ জন নিহত হন এবং আহত হন দেড় শতাধিক। রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে, বাতিল করা হয়েছে সাংস্কৃতিক আয়োজন ও অনুষ্ঠান। [বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।] বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন