১৪ অক্টোবর ২০২৫

বিশ্বের শীর্ষ সুন্দরীর তালিকায় ষষ্ঠ হানিয়া আমির

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
বিশ্বের শীর্ষ সুন্দরীর তালিকায় ষষ্ঠ হানিয়া আমির
বাংলাপ্রেস ডেস্ক:  হলিউডের আনা দে আরমাস, হান্দে এর্চেল ও অ্যাম্বার হার্ডের মতো তারকাদের পেছনে ফেলে আইএমডিবির শীর্ষ ১০ সুন্দরী অভিনেত্রীর তালিকায় ষষ্ঠ হয়েছেন পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমির। ইনস্টাগ্রামে পাকিস্তানি সেলিব্রিটিদের মধ্যে সর্বাধিক অনুসারীর রেকর্ড রয়েছে হানিয়ার। এবার সেই জনপ্রিয়তা প্রতিফলিত হলো বিশ্বসেরা সুন্দরীদের তালিকাতেও। এবার তিনি জায়গা করে নিলেন আইএমডিবির বিশ্বের সেরা ১০ জন সুন্দরী অভিনেত্রীর তালিকায়।তালিকাটির শীর্ষে রয়েছেন হলিউড তারকা মার্গট রবি (১ম), শৈলেন উডলি (২য়), চীনা তারকা দিলরাবা দিলমুরাত (৩য়), কেপপ গ্রুপ মোমোল্যান্ডের ন্যান্সি ম্যাকডোনি (৪র্থ) ও বলিউড অভিনেত্রী কৃতি শ্যানন (৫ম)। সুন্দরীদের সেই তালিকায় টম ক্রুজের প্রেমিকা আনা দে আরমাস (৭ম), ‘হ্যারি পটার’ তারকা এমা ওয়াটসন (৮ম), জনি ডেপের প্রাক্তন স্ত্রী অ্যাম্বার হার্ড (৯ম) ও তুর্কি সুন্দরী হান্দে এর্চেলকে (১০ম) পেছনে ফেলে ষষ্ঠ স্থানে জায়গা করে নেন হানিয়া আমির। উল্লেখ্য, সম্প্রতি সুপারস্টার দিলজিৎ দোসাঞ্জের বিপরীতে ‘কাভি ম্যায় কাভি তুম’ ধারাবাহিকে হানিয়ার অভিনয় ব্যাপক প্রশংসিত হয়। এ ছাড়া ‘সর্দার জি ৩’ দিয়ে পাঞ্জাবি সিনেমায় অভিষেক ঘটে তার, যা তাকে আন্তর্জাতিক জনপ্রিয়তা এনে দেয়। [বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।] বিপি>টিডি
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন