
বিয়ে করেলন ডিপজলের মেয়ে

বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৭ পিএম


নিজস্ব প্রতিবেদক: চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা মনোয়ার হোসেন ডিপজলের মেয়ে ওলিজা মনোয়ার বিয়ে করেছেন। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর গুলশানে লেকশোর হোটেলে ঘরোয়াভাবে এই বিয়ের অনুষ্ঠানের আয়োজন করা হয়। ওলিজা মনোয়ারের স্বামী অর্পণ পেশায় ব্যবসায়ী। বিয়ের সময় দুই পরিবারের ঘনিষ্ঠজনেরা উপস্থিত ছিলেন।
মেয়ের বিয়ে প্রসঙ্গে ডিপজল বলেন, অর্পণের পরিবারের অনেকেই দেশের বাইরে থাকেন। তাঁর কয়েকজন আত্মীয় দেশের বাইরে চলে যাবেন। এ কারণে বিয়ের কাজটি সম্পন্ন করেছি। তবে শিগগিরই সবাইকে নিয়ে সুন্দর অনুষ্ঠান করার ইচ্ছা আছে।
বাংলবপ্রেস/এফএস
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন





-68eb4afad18dd.jpg)