
বিয়ের সানাই বাজলো সালমান বাড়িতে

বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৭ পিএম

বাংলাপ্রেস অনলাইন: বেশ কিছু দিন ধরেই খবর ভাসছিল বাতাসে। এবার সেই খবর মোটামুটি নিশ্চিত ভাবে জানা গেল। সালমান খানের বাড়িতে বিয়ের সানাই বাজল বলে।
তবে সল্লুভাই নন, বিয়ে করতে চলেছেন আর এক খান। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে দেওয়া তথ্য অনুযায়ী, সাত পাকে বাঁধা পড়তে চলছেন সালমানের ভাই আরবাজ। ওই প্রতিবেদনে জানানো হয়েছে, সামনের বছরের শুরুতেই আরবাজ খান বিয়ে করতে চলেছেন তার প্রেমিকা জর্জি অ্যান্ড্রিয়নিকে। কিছু দিন আগেই বোন অর্পিতার বাড়িতে গণেশ পুজোয় আরবাজের সঙ্গে দেখা গিয়েছিল জর্জিকে। সঙ্গে ছিলেন জর্জির বাবা-মা’ও। প্রসঙ্গত ২০১৭ সালে ১৯ বছরের বিবাহিত জীবন শেষ হয় আরবাজ ও মালাইকা অরোরার। তবে তাঁদের বন্ধুতা এখনও অটুট। আরবাজ-জর্জির বিবাহে মালাইকা তাই কোনও তৃতীয় ব্যক্তি নন।
বাংলাপ্রেস/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন





-68eb4afad18dd.jpg)