
সুলতানা মাসুমা, লক্ষ্মীপুর প্রতিনিধি: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে লক্ষ্মীপুর শহর পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি শুরু করেছেন জেলা প্রশাসক ও লক্ষ্মীপুর পৌরসভা। বুধবার সকালে লক্ষ্মীপুর পৌরসভার উদ্যোগে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে অফিস আঙ্গিনায় ঝাড়– দিয়ে কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. আনোয়ার হোছাইন আকন্দ।
পরে মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভূঁইয়ার উপস্থিতিতে জেলা প্রশাসনের আঙ্গিনা, আদালত পাড়া, ঝুমুর চত্বরসহ বিভিন্ন এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন করেন পৌরসভার পরিচ্ছন্ন কর্মীরা। পরিষ্কার-পরিচ্ছন্নতার অংশ হিসেবে পুরো মাস ধরে এ কার্যক্রম চলবে বলে জানিয়েছেন মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভূঁইয়া।
এ সময় উপস্থিত ছিলেন পৌরসভার কাউন্সিলর আবুল খায়ের স্বপন, জহিরুল ইসলাম, জসীম উদ্দীন, রিয়াজ পাটোয়ারী, পৌরসভার সচিব মো. আলাউদ্দিনসহ পৌরসভার অন্যান্য কর্মকর্তাগণ।
বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]