বাংলাপ্রেস ডেস্ক: অন্তর্জালে উন্মুক্ত হয়েছে বহুল প্রতীক্ষিত নাটক ‘খোয়াবনামা’। রোমান্টিক ট্র্যাজেডি ঘরানার এ নাটকটি মুক্তির ১৬ ঘণ্টাতেই ১৬ লাখেরও বেশি দর্শক দেখেছেন। মন্তব্যের ঘরে প্রায় চার হাজারের মতো ইতিবাচক প্রশংসা।
নাটকটিতে তরুণ এবং বৃদ্ধ, দুই লুকে দেখা গেছে অভিনেতা তৌসিফ মাহবুবকে।দুই লুকে প্রশংসা পেলেও জ্যান্ত লাশ হয়ে কবরে শোয়া এবং বৃদ্ধ লুকের জন্য প্রস্থেটিক মেকআপের সাহায্যে বয়স্ক সাজা তাঁর জন্য সহজ ছিল না। এই লুক নিতে গিয়ে মুখে ফোসকা পড়ে গেছে বলে জানান এই অভিনেতা।
তৌসিফ মাহবুব কালের কণ্ঠকে বলেন, ‘একজন শিল্পীর ফেস অনেক বেশি গুরুত্বপূর্ণ তাই সেটার ব্যবহার এবং যত্ন নেওয়ার ক্ষেত্রে অনেক বেশি সচেতন থাকতে হয়। আমাদের দেশে তো মেকআপের প্রপার এক্সেসরিস বা প্রোডাক্টস নেই।সাধ্যের মধ্যে যা আছে তা দিয়েই আমাদের কাজ চালাতে হয়। যার কারণে অনেক সময় আমরা বিভিন্ন সমস্যার মুখেও পড়ে থাকি।’

প্রস্থেটিক মেকআপ ব্যবহার প্রসঙ্গে তিনি আরো বলেন, “এই কাজটি করতে গিয়ে প্রস্থেটিক মেকআপের যে আস্তরণ ব্যবহার করতে হয়েছে, তাতে আমার মুখে ফোসকা পড়ে গেছে—দুটি জায়গায় এখনো দাগ রয়ে গেছে। পুরো মুখের ওপর আলাদা একটা আস্তরণ সারা দিন ধরে পরে থাকা সত্যিই সহজ কোনো বিষয় নয়।কেবল মেকআপটা নিতে সময় লেগেছিল আড়াই ঘণ্টারও বেশি, এরপর সেটা আমাকে রাখতে হয়েছে টানা একদিনেরও বেশি, পরের দিনের অর্ধেক সময় পর্যন্ত।
ওই মেকআপটা মুখে আটকে রাখার জন্য আমরা যে ‘স্পিরিট গাম’ ব্যবহার করি সেটা মূলত ফার্নিচার বার্নিশে ব্যবহার করা হয়। এটা অ্যাসিডিক হওয়ার কারণে অনেকক্ষণ মুখে (ফেসে) রাখা যায় না। বাহিরের দেশে শাহরুখ খান নিশ্চয়ই তাঁর মুখে ফার্নিচারের গাম ব্যবহার করবেন না, কিন্তু আমাদের এটাই করতে হচ্ছে। তাহলে বুঝেন, আমরা শিল্পীরা কোনো অভিযোগ ছাড়াই কতটা ঝুঁকি নিয়ে কাজ করি।জানা গেছে, খোয়াবনামায় তৌসিফের এই বৃদ্ধ লুকের প্রস্থেটিক মেকআপ করেছেন মো. খোকন, যিনি এর আগে ‘জংলি’ সিনেমায় কাজ করেছেন।

নাটকটির মুক্তির পর দর্শকের সাড়া প্রসঙ্গে অভিনেতা বলেন, ‘মাত্রই তো রিলিজ হলো, এক দিনেরও কম সময়ে প্রায় বিশ লাখের কাছাকাছি দর্শক দেখে ফেলেছেন। বোঝাই যাচ্ছে কাজটি নিয়ে দর্শকের অনেক আগ্রহ রয়েছে। এখন পর্যন্ত যা মন্তব্য পেয়েছি তার সবই ইতিবাচক। গল্পের প্রশংসা করছেন, তাছাড়া আমার অভিনয় নিয়েই বেশি মন্তব্য পাচ্ছি, বিশেষ করে এই ডেডিকেশন নিয়ে। দর্শকরা যখন ভালো ভালো মন্তব্যের মধ্য দিয়ে এপ্রিশিয়েট করেন তখন সব কষ্টই দূর হয়ে যায়, ইচ্ছে করে আরো ডেডিকেশন দিয়ে আরো ভালো কিছু করি।’
এর আগে ফার্স্ট লুক পোস্টার উন্মোচনের পর থেকেই নাটকটি নিয়ে সোশ্যালে তুমুল আলোচনা তৈরি হয়। সেই পোস্টারে দেখা গিয়েছিল, কবরে জ্যান্ত লাশ হয়েছিলেন তৌসিফ এবং তাঁর ওপরে ছয়টি জ্যান্ত সাপ ছেড়ে দেওয়া হয়েছিল। সেই দৃশ্য করতে গিয়ে মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছেন অভিনেতা বলাই যায়।
উল্লেখ্য, ভিকি জাহেদ পরিচালিত ‘খোয়াবনামা’য় তৌসিফ মাহবুবের সঙ্গে জুটি হয়েছেন তানজিন তিশা। নাটকটি দেখা যাচ্ছে ক্যাপিটাল ড্রামা ইউটিউব চ্যানেলে।
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
বিপি>টিডি
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]