১৪ অক্টোবর ২০২৫

বুস্টার ডোজ গ্রহণকারীর সংখ্যা লাখ ছাড়ালো

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
বুস্টার ডোজ গ্রহণকারীর সংখ্যা লাখ ছাড়ালো
বাংলাপ্রেস ডেস্ক: করোনা প্রতিরোধে দেশে গত মঙ্গলবার (২৮ ডিসেম্বর) থেকে শুরু হয়েছে টিকার বুস্টার ডোজের কার্যক্রম। এখন পর্যন্ত ১ লাখ ১৪ হাজার ৭৪০ জন মানুষ বুস্টার ডোজ নিয়েছেন। রবিবার রাজধানীসহ সারাদেশে বুস্টার ডোজ নিয়েছেন ৩৭ হাজার ৬৭৫ জন০। স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো তথ্য থেকে এসব জানা গেছে। গত ১৯ ডিসেম্বর দেশে পরীক্ষামূলক বুস্টার ডোজ কার্যক্রম শুরু হয়। সেখানে প্রথমে বুস্টার ডোজ নেন দেশে প্রথম করোনার টিকা গ্রহণকারী কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স রুনু ভেরোনিকা ডি কস্টা। বুস্টার ডোজ দেওয়ার ক্ষেত্রে স্বাস্থ্য অধিদফতর ফাইজার, অ্যাস্ট্রাজেনেকা ও মডার্নার টিকা বেছে নিয়েছে। স্বাস্থ্য অধিদফতরের পাঠানো তথ্য বলছে, ঢাকা মহানগরীতে ১১ হাজার ৪৬৬ জনসহ ঢাকা বিভাগে ১৬ হাজার ৭৪৭ জন, ময়মনসিংহ বিভাগে ১ হাজার ৫১৬ জন, চট্টগ্রাম বিভাগে ২ হাজার ৪২৭ জন, রাজশাহী বিভাগে ২ হাজার ৮৬১ জন, রংপুর বিভাগে ৫ হাজার ৩৫০ জন, খুলনা বিভাগে ৬ হাজার ৩৫৯ জন, বরিশাল বিভাগে ৯৯৩ জন এবং সিলেট বিভাগে ১ হাজার ৪২২ জন বুস্টার ডোজ নিয়েছেন।
বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন