
সুলতানা মাসুমা, লক্ষীপুর জেলা প্রতিনিধিঃ আমরা নাকি সভ্য হচ্ছি। আধুনিক হচ্ছি।যে দেশে নারী পুরুষ সমান তালে কাজ করবে নারীর স্বাধীনতা থাকবে । সেটাই তো সভ্য দেশ। অথচ আজও আমাদের দেশে নারীরা ইভটিজিংয়ের শিকার হচ্ছে। আজও নারীরা কর্মক্ষেত্রে নিরাপদ নয়। নারীর এই নিরাপত্তাহীনতাই নারীর অনগ্রসরতার জন্য দায়ী । অপ্রাপ্তবয়স্ক মেয়েরা যখন যৌন হয়রানির শিকার হয়, ভয়ে লজ্জায় তারা কাউকে কিছু বলতে পারেনা। বিদ্যালয় হবে একটি মেয়ের জন্য সবচেয়ে নিরাপদ স্থান। সেই বিদ্যালয়ে কন্যা সন্তানদের পাঠিয়ে কি বাবা-মাকে উদ্বিগ্ন থাকতে হবে?
লক্ষ্মীপুরের রায়পুরে ছাত্রীকে যৌন নিপিড়নের প্রতিবাদে প্রধান শিক্ষকের পদত্যাগ ও শাস্তির দাবীতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে শিক্ষার্থী ও অভিভাবকরা।
বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে রায়পুর উপজেলা পরিষদ সামনে ঘন্টাব্যাপী এ মানববন্ধন করা হয়। মানববন্ধনে বিদ্যালয়ের শিক্ষার্থীরা ছাড়াও অভিভাবক ও এলাকাবাসি একাত্বতা প্রকাশ করে। পরে উপজেলা নির্বাহী অফিসার বরাবরে স্মারক লিপি পেশ করে তারা।
শিক্ষার্থী ও অভিবাবকরা জানায়, দীর্ঘদিন থেকে রায়পুর আব্দুর রহমান আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহিমের হাতে অনেক ছাত্রী যৌন নিপিড়নের শিকার হয়েছে। বর্তমানে ৯ম ও ১০ম শ্রেণির একাধিক ছাত্রীকে ওই প্রধান শিক্ষক মোবাইলে ও ফেসবুকের মাধ্যমে অশ্লীল কথাবার্তা বলেন। যার স্কীনসর্ট সামাজিক যোগাযোগ মাধ্যম ও এলাকায় ব্যাপক ভাবে ছড়িয়ে পড়েছে। শিক্ষকের যৌন নিপিড়নের সুষ্ঠু বিচার, বহিষ্কার ও শাস্তি দাবী জানান তারা।
এ ব্যাপারে বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি রফিকুর হায়দার বাবুল পাঠান বলেন, যৌন নিপিড়নের বিষয়ে কেউ অভিযোগ করেনি। মানববন্ধনে অংশ নেওয়া
কেউ শিক্ষার্থী নয়। কোন ছাত্রী অভিযোগ করলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে
বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]