১৪ অক্টোবর ২০২৫

ছেলেবন্ধুর সাথে যৌনতায় মেতেছে পুনম পাণ্ডে

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
ছেলেবন্ধুর সাথে যৌনতায় মেতেছে পুনম পাণ্ডে

বাংলাপ্রেস বিনোদন দপ্তর: সোশ্যাল মিডিয়ায় দর্শকদের জন্য ছবি কিংবা ভিডিও দিতে কার্পণ্য করেন না পুনম পাণ্ডে। শালীনতার ছুঁৎমার্গে বিশ্বাস করেন না এই লাস্যময়ী৷ সুকৌশলে ছড়িয়ে দেন উষ্ণতা। নেটদুনিয়ায় তাঁর উপস্থিতি মানেই নতুন কিছু। সোশ্যাল মিডিয়ায় যতবার আবেদনের খেলায় মেতে ওঠে তাঁর শরীর, ততবার ঝড় ওঠে লাইক-শেয়ারের। সোশ্যাল মিডিয়ার লাইমলাইট ছিনিয়ে নিতে এখনও পুনমের প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারেননি কেউই৷ তবে এবার কি একটু ভুল করে ফেললেন অভিনেত্রী? কারণ, অনলাইনে ফাঁস হয়ে গেল পুনম ও তাঁর বয়ফ্রেন্ডের ‘সেক্সটেপ’৷ যা ঘিরে তুঙ্গে নেটিজেনদের উন্মাদনা৷

শুক্রবার রাতে এই কাণ্ডটি ঘটিয়েছেন পুনম৷ নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একটি ভিডিও শেয়ার করেন তিনি৷ যেখানে দেখা যায়, পুনম ও তাঁর বয়ফ্রেন্ড ‘স্যাম’ অত্যন্ত ঘনিষ্ঠ অবস্থায় রয়েছেন। যৌন উন্মাদনায় মেতে উঠেছেন দু’জনে৷ রতিক্রিয়ায় একে অপরের সঙ্গে একাত্ম হয়ে গিয়েছেন পুনম ও স্যাম৷ চুম্বনরত অবস্থায় ভিডিওটি শুট করছিলেন পুনম নিজেই৷ মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায় পুনমের এই সেক্সটেপ৷ হটকেকের মতো ছড়িয়ে পড়ে নেটিজেনদের মধ্যে৷

তবে শনিবার সকালেই ভিডিওটি ডিলিট করে দেন অভিনেত্রী৷ পুনম ভিডিওটি ইচ্ছাকৃতভাবে ইনস্টাগ্রামে দিয়েছিলেন, নাকি ভুলবশত আপলোড হয়ে গিয়েছিল, বিষয়টি ঘিরে জল্পনা তৈরি হয় তাঁর অনুরাগীদের মধ্যে৷ যার উত্তর দেন পুনমই৷ তিনি জানান, ভিডিওটি তাঁর একজন বন্ধু সোশ্যাল মিডিয়ায় আপলোড করে দেন৷ ওই বন্ধুর বাড়িতে নিজের ফোনটি ভুলবশত ফেলে এসেছিলেন পুনম৷ তবে সত্যির পরোয়া না করেই পুনম ও তাঁর বয়ফ্রেন্ডের সেক্সটেপের মজা নিতে ছাড়েননি নেটিজেনরা৷

বছরের শুরুতেই ‘পুনম পাণ্ডে প্রাইভেট রুম’ নামের আরও একটি ভিডিও শেয়ার করেন পুনম পাণ্ডে। যেখানে একটি বাথটবের মধ্যে একা একাই যৌন উন্মদনায় মেতে উঠতে দেখা যায় তাঁকে৷ শরীরী বিভঙ্গে অনুরাগীদের হাতছানি দেন তিনি৷ ভিডিওটির শেষে লেখা ছিল ‘Coming Soon’৷ শুক্রবারের ভিডিওটি ওই ভিডিওরই পরবর্তী অংশ কিনা সেই বিষয়েও ধন্দে রয়েছেন নেটিজেনরা৷

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন