বাংলাপ্রেস ডেস্ক: অপেক্ষার পালা শেষ। বলিউডে পা রাখছেন শাহরুখ খানের ছেলে আরিয়ান খান। সদ্যই তার প্রথম সিরিজের টিজার প্রকাশ পেয়েছে, যা ব্যাপক সাড়া ফেলেছে দর্শকদের মাঝে। বাবার মতো অভিনয়ে না এসে ক্যামেরার পেছনের কাজকেই বেছে নিয়েছেন আরিয়ান।আর ছেলের ক্যারিয়ারের শুরুটা নিজের হাতেই করে দিলেন কিং খান। ছেলের অভিষেক মঞ্চেও দেখা গেল তাকে।
ভাঙা হাতেই ছেলে আরিয়ানের বলিউড অভিষেকের সাক্ষী থাকতে মঞ্চে উঠলেন শাহরুখ। ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানালেন সবার প্রতি।বললেন, ‘আমি ধন্য যে এই পবিত্র দেশে, মুম্বাইয়ের এই পুণ্যভূমিতে, বিগত ৩০ বছর ধরে আমি আপনাদের বিনোদিত করার সুযোগ পেয়েছি। আজ ভীষণ বিশেষ দিন। কারণ এই পুণ্যভূমিতে আমার ছেলেও পা রাখছে। খুব ভালো ছেলে এবং পরিশ্রমীও।তাই আরিয়ানের কাজ যদি আপনাদের ভালো লাগে তাহলে হাততালি দেবেন। আর ওই করতালির মধ্যে আমার ছেলের জন্য একটু আশীর্বাদও রাখবেন দয়া করে। একটু প্রার্থনা করবেন ওর জন্য। এযাবৎকাল আমাকে যতটা ভালোবাসা দিয়েছেন, তার ১৫০ শতাংশ আমার ছেলেকে দেবেন।’নেটফ্লিক্সের আয়োজিত ওই অনুষ্ঠানে হাজির হয়েই দর্শক-ভক্তদের মন আবারও জয় করলেন কিং খান।মঞ্চে শাহরুখ জানালেন, এই কাজের পেছনে ছেলের অনেক পরিশ্রম রয়েছে। সেইসঙ্গে নিজের বলিউড জীবনের কিছু স্মৃতিও ভাগ করে নিলেন সবার সঙ্গে। মজা করতেও ছাড়লেন না। জানালেন, জাতীয় পুরস্কার নিতে তার একটা হাতই যথেষ্ট। শাহরুখ বললেন, ‘আসলে অধিকাংশ কাজই আমি এক হাত দিয়েই করি। শুধু একটি কাজেই আমার দুই হাত লাগে—সেটা হলো আপনাদের ভালোবাসা।’
সম্প্রতি প্রকাশিত হয় সিরিজটির ফার্স্টলুক টিজার। শাহরুখের ‘মোহাব্বাতে’ সিনেমার আইকনিক সেই ভায়োলিনের সুর দিয়ে শুরু হয় টিজারটি। এরপর শোনা যায় শাহরুখের কণ্ঠে পরিচিত সেই বিখ্যাত সংলাপ, ‘এক লাড়কি থি দিওয়ানি সি, এক লাড়কে পে বো মারতি থি’ (এক পাগল মেয়ে ছিল, যে এক ছেলের প্রেমে অন্ধ হয়ে গিয়েছিল)। এর পরপরই দেখা যায় সিরিজের প্রধান দুই চরিত্র লক্ষ্ম্য ও সাহের বাম্বার রোমান্টিক দৃশ্য।তবে হঠাৎই আরিয়ান হাজির হন, আর কাহিনির মোড় ঘুরে যায়। তিনি বলেন, এই সিরিজ যতটা প্রেম নিয়ে, ততটাই ভরা উন্মাদনা আর অ্যাকশনে। এরপর দেখা যায় লড়াই, ভাঙা নাক, ঝলমলে গ্ল্যামারের দৃশ্য। আরিয়ানের কণ্ঠে আরো শোনা যায়, ‘বলিউড—যাকে আপনারা বছরের পর বছর ভালোবেসেছেন, আবার সমালোচনাও করেছেন। আমিও তাই করব, দেব প্রচুর ভালোবাসা, আর একটু আক্রমণ।’‘দ্য ব্যা**ডস অব বলিউড’ সিরিজটি লিখেছেন ও পরিচালনা করেছেন আরিয়ান খান। বিলাল সিদ্দিকি ও মানব চৌহান সহ-নির্মাতা হিসেবে কাজ করেছেন। প্রযোজনা করেছেন গৌরী খান। লক্ষ্ম্য ও সাহের বাম্বার পাশাপাশি অভিনয় করেছেন ববি দেওল, মনোজ পাহওয়া, মোনা সিং, মনীশ চৌধুরী, রাঘব জুয়াল, আন্যা সিং, বিজয়ন্ত কোহলি ও গৌতামী কাপুর। আরো থাকছেন সালমান খান, করণ জোহর ও রণবীর সিংয়ের মতো তারকা। এছাড়া শাহরুখ খানকেও একটি বিশেষ চরিত্রে দেখা যাবে এতে। নেটফ্লিক্সে ১৮ সেপ্টেম্বর মুক্তি পেতে যাচ্ছে এটি।
[বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।]
বিপি>টিডি
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]