
চট্টগ্রামে নাশকতার অভিযোগে জামায়াত নেতা শাহজাহান চৌধুরী গ্রেফতার

বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৭ পিএম


বাংলাপ্রেস অনলাইন: চট্টগ্রামে নাশকতার পরিকল্পনার অভিযোগে সাবেক সংসদ সদস্য ও জামায়াত নেতা শাহজাহান চৌধুরীসহ সাতজনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ।
শুক্রবার (৩ আগষ্ট) দুপুরে, খুলশীর একটি বাসা থেকে তাদের আটক করা হয়। পুলিশ জানায়, নাশকতা সৃষ্টির পরিকল্পনার অংশ হিসেবে জামায়াত-শিবিরের নেতাকর্মীদের গোপন বৈঠক চলছে- এমন খবরের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়।
এসময় বেশ কয়েকজন পালিয়ে গেলেও সাতজনকে আটক করা হয়। এদের মধ্যে সাবেক সংসদ সদস্য ও জামায়াত নেতা শাহজাহান চৌধুরীর বিরুদ্ধে নগরী ও জেলার বিভিন্ন থানায় ১৫টি বেশি মামলা রয়েছে বলে নিশ্চিত করে পুলিশ।
বাংলাপ্রেস/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন





-68eb4afad18dd.jpg)