১৪ অক্টোবর ২০২৫

চতুর্থ সন্তান চান শাহরুখ খান !

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৭ পিএম
চতুর্থ সন্তান চান শাহরুখ খান !

বাংলাপ্রেস ঢাকা : ব্যস্ত শিডিউল। এর মাঝেও পরিবারকে সময় দিতে ভোলেন না শাহরুখ খান। ছোটবেলা থেকেই প্রায় একাই থেকেছেন। তাই নিজের বড় পরিবারই চান বলিউডের বাদশা। তাই আরিয়ান, সুহানা থাকতেও সারোগোসির মাধ্যমে আব্রামের জন্ম হয়। কিন্তু এখন তাতেও সন্তুষ্ট নন কিং খান। সোশ্যাল মিডিয়ায় যে বার্তা তিনি দিয়েছেন তাতে মনে হচ্ছে, পরিবারে আরও এক সন্তান চান তিনি। চান, আব্রামের ভাই কিংবা বোন হোক। এর জন্য আব্রামের পোশাক সংরক্ষিত রাখছেন তিনি। যাতে নিজের চতুর্থ সন্তানকে তা দিতে পারেন।

সোশ্যাল মিডিয়ায় শাহরুখের প্রচুর অনুরাগী। নিজের জীবনের সমস্ত খুঁটিনাটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন নায়ক। কিন্তু ক’দিন ধরে ‘জিরো’র শুটিংয়ে বড় ব্যস্ত ছিলেন শাহরুখ। তাই সোশ্যাল মিডিয়ায় সেভাবে সময় দিতে পারেননি তিনি। সেই খামতি পূরণ করতেই নিজের ফলোয়ার জন্য একটি #AskSRK সেশন শুরু করেছিলেন। সেখানেই এক অনুরাগী শাহরুখকে জানান, তাঁকে স্বপ্নে দেখেছেন তিনি। আর দেখেছেন তাঁর চতুর্থ সন্তানকে। দু’জনকে বেশ ভাল লাগছিল একসঙ্গে।

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন