
দাদি হলেন সংগীতশিল্পী মমতাজ



নিজস্ব প্রতিবেদক, ঢাকা : ফোক গানের জনপ্রিয় সংগীতশিল্পী মমতাজ খুশির খবর জানিয়েছেন। তাদের পরিবারে যোগ হয়েছে আরও এক নতুন সদস্যের নাম। সোমবার দুপুরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে জানালেন তার দাদি হওয়ার খবর।
সোমবার দুপুরে ফেসবুকে মমতাজ লিখেছেন, ‘আমার মেহেদীর ঘরে এক টুকরা চাঁদের আলো। আমার একটা নতুন নাম হলো, দিদা। সবাই দোয়া করবেন।’
মমতাজের ছেলে মেহেদী খান লিখেছেন, ‘আমি দারুণ একটি মেয়ের বাবা হয়েছি। সবাই ওর জন্য দোয়া করবেন।’ সোমবার দুপুর সাড়ে ১২টায় রাজধানীর মহাখালীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে মেহেদী খানের স্ত্রী চৈতি দেওয়ানের অস্ত্রোপচার করেন অধ্যাপক কর্নেল (অব.) খালেদা খানম। জানা গেছে, বর্তমানে মা ও মেয়ে সুস্থ আছেন। উল্লেখ্য, মমতাজের গুরু মাতাল কবি রাজ্জাক দেওয়ানের ছোট ছেলে সুজন দেওয়ানের মেয়ে চৈতি দেওয়ানের সঙ্গে মেহেদী খানের বিয়ে হয় ২০১৬ সালের ১৪ ফেব্রুয়ারি। প্রথম সন্তানের জনক ও জননী হলেন তারা।
বাংলাপ্রেস/আর এল
আপনি এগুলোও পছন্দ করতে পারেন





