১৩ অক্টোবর ২০২৫

দেবের সিনেমা থেকে কেন বাদ পড়েছিলেন, জানালেন শ্রাবন্তী

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৫, ১১:২২ পিএম
দেবের সিনেমা থেকে কেন বাদ পড়েছিলেন, জানালেন শ্রাবন্তী

বাংলাপ্রেস ডেস্ক:   টালিউডের অভিনেতা দীপক অধিকারী দেব ও অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি কেবল পর্দায় জনপ্রিয় জুটিই ছিলেন না, একটা সময় বাস্তবেও চুটিয়ে প্রেম করতেন তারা। আর তা ছিল ইন্ডাস্ট্রির ওপেন সিক্রেট। তবে পরে মতের অমিল থাকায় দুজন আলাদা হয়ে যান। যদিও বিচ্ছেদের পরই ‘ধূমকেতু’তে একসঙ্গে কাজ করেছিলেন এ তারকা জুটি। কিন্তু সেই সময় নানা জটিলতায় মুক্তি পায়নি সিনেমাটি। সম্প্রতি দ্য ওয়ালকে দেওয়া এক সাক্ষাৎকারে সেই সিনেমায় কাজ করার কথা ছিল বলে জানান শ্রাবন্তী চট্টোপাধ্যায়।

 

দীর্ঘ ১০ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে গত মাসে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ‘ধূমকেতু’ সিনেমাটি। অনেক বছরের অভিমান ভুলে তাদের একসঙ্গে হাজির হওয়া নিয়ে ভক্তদের মনেও উচ্ছ্বাসের কমতি ছিল না, যার আঁচ পাওয়া গেছে প্রেক্ষাগৃহেও। মুক্তির পর বক্স অফিসে রেকর্ড পরিমাণ ব্যবসা করে চলেছে সিনেমাটি।

কিন্তু এবার জানা গেল, সেই 'ধূমকেতু' সিনেমার রুপা চরিত্রে অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি নয়, কাজ করার কথা ছিল শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের। শেষ পর্যন্ত তা আর হয়নি। রুপা হয়ে পর্দায় ধরা দেন শুভশ্রী গাঙ্গুলি।

 

একসময় মাস মুভির হাত ধরে উঠে এসেছিলেন দেব। খুব অল্প সময়েই হয়ে উঠেছিলেন সিনেমাপ্রেমী দর্শকদের মনে বাংলার সুপার হিরো। সেই মাস সিনেমার মাঝেই শ্রাবন্তীর সঙ্গে জুটি বেঁধে ‘বুনোহাঁস’ করেছিলেন অভিনেতা। সেই সিনেমায় দেবের কাজ প্রশংসিতও হয়েছিল। এরপরই দেবের সেই সময়ের ছকভাঙা সিনেমা ‘ধূমকেতু’। যে কারণে সেই সিনেমাটিতেও প্রথমে শ্রাবন্তীরই কাজ করার কথা ছিল। কিন্তু পরে তা আর হয়ে ওঠেনি। 

এ বিষয়ে শ্রাবন্তী বলেন, ওরা আমাকে নেয়নি। হঠাৎ করেই আমাকে বলা হয়েছিল। নিশ্চয়ই চরিত্রটা সম্পর্কে ওদের কিছু মনে হয়েছিল। তা ছাড়া দেব-শুভশ্রী জুটির একটা বড় ফ্যানবেজ রয়েছে। আর ওদের দুজনকে দেখতেও দারুণ লেগেছে। তিনি বলেন, আমি ওই জুটির বড় ফ্যান। আমি ওই সময় ওদের প্রচুর সিনেমা দেখেছি। আর সত্যি খুব ভালো লাগে দেখতে। 

শ্রাবন্তী বলেন, তবে আমি বিশ্বাস করি— সৃষ্টিকর্তা যা করেন, মঙ্গলের জন্য করেন। তাই এটা নিয়ে আমার কোনো সমস্যা নেই। হয়তো এত ভালো নাও হতে পারত আমাদের মতো। আবার ভালোও হতে পারত।উল্লেখ্য, একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠান ছাড়া গত ১০ বছর দেব-শুভশ্রীকে একসঙ্গে দেখা যায়নি।

 

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন