
দীর্ঘ বিরতির পর অভিনয়ে ফিরছেন তাপস পাল



বাংলাপ্রেস ঢাকা: মাঝে দীর্ঘ বিরতি ! তবে, এবার পুরোদস্তুর অভিনয়ে ফিরলেন তাপস পাল। জানালেন, অনেকদিন পর চেনা পরিবেশে ফিরে নস্টালজিক লাগছে! সেই চেনা আবহ... ক্যামেরা, লাইট, অ্যাকশন ! সঙ্গে এও জানালেন, রাজনীতি ছাড়ছেন না। অভিনয়ের পাশাপাশি চলবে রাজনীতিও। ফের ভোটে দাঁড়ানোর প্রস্তাব পেলে তাঁর আপত্তি নেই।
পার্পল স্টুডিওয় ‘উত্তরাধিকার’ ছবির শুটিং করলেন তাপস পাল। পরিচালক রূপক চক্রবর্তী। এখানে এক বৃদ্ধ বাবার চরিত্রে দেখা মিলবে তাপসের। রয়েছেন লাবণী সরকার, অভিরাজ, সুপ্রিয় দত্তও। এর আগে অবশ্য দেবাদিত্য বন্দ্যোপাধ্যায়ের শর্ট ফিল্ম ‘দু টাকা’ -এ অভিনয় করেছেন।
তাপস পালের জীবনের এখন দুটোই লক্ষ্য-- অভিনয় আর রাজনীতি। বললেন, এর বাইরে আর কিছু ভাবছেন না। আরও বেশ কয়েকটি ছবির প্রস্তাব এসেছে। অফার এসেছে বাংলাদেশ থেকেও। খুব তাড়াতাড়ি বাংলাদেশের ছবিতেও দেখা যেতে পারে তাপসকে।
আপনি এগুলোও পছন্দ করতে পারেন





-68eb4afad18dd.jpg)