১৩ অক্টোবর ২০২৫

ঢাকায় হানিয়া আমির, ভক্তদের জন্য রয়েছে সুখবর

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
ঢাকায় হানিয়া আমির, ভক্তদের জন্য রয়েছে সুখবর
বাংলাপ্রেস ডেস্ক:  পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমির ঢাকায় এসেছেন। টিভি নাটক থেকে সিনেমা— দুই পর্দাতেই সমানভাবে আলো ছড়ানো এই তারকা ১৮ সেপ্টেম্বর রাতে কড়া নিরাপত্তায় ঢাকায় অবতরণ করেন।শুক্রবার দুপুরে নিজের ফেসবুক পেজে ছবি শেয়ার করে তিনি ঢাকায় অবস্থানের খবর নিশ্চিত করেন।
হানিয়া সামাজিক যোগাযোগমাধ্যমে দুটি ছবি প্রকাশ করে লোকেশন দেন ঢাকা। সঙ্গে জুড়ে দেন বাংলাদেশ ও পাকিস্তানের পতাকার ইমোজি। এর আগেই সানসিল্ক বাংলাদেশের অফিশিয়াল পেজ থেকে হানিয়ার একটি ভিডিও প্রকাশিত হয়েছিল।
বাংলাদেশ সফরের আগে এক ভিডিও বার্তায় তিনি নিজেই ঢাকায় আসার খবর জানিয়েছিলেন। সেই ঘোষণার পর থেকেই ভক্তদের মধ্যে কৌতূহল ছিল তুঙ্গে। অবশেষে সরাসরি এসে সেই প্রত্যাশার অবসান ঘটালেন অভিনেত্রী। আয়োজক সূত্র জানিয়েছে, আগামী ২০ সেপ্টেম্বর হানিয়া আমির ঢাকার বিলাসবহুল শেরাটন হোটেলে এক বিশেষ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। এরপর ২১ সেপ্টেম্বর তিনি সানসিল্কের এক্সক্লুসিভ ফটোশুটে অংশ নেবেন। পাশাপাশি ভক্তদের জন্য রয়েছে সুখবর। ঢাকায় অবস্থানকালে এই লাস্যময়ী অভিনেত্রী ভক্তদের সঙ্গে একাধিক মুহূর্ত ভাগ করবেন বলেও আয়োজক সূত্রে ইঙ্গিত পাওয়া গেছে। ২০১৬ সালে অভিনয়ে নাম লেখান হানিয়া আমির। ‘মেরে হামসাফার’, ‘ফেরি টেল’, ‘দিলরুবা’, ‘আনা’ কিংবা ‘কাভি মে কাভি তুম’-এর মতো জনপ্রিয় নাটকগুলো তাকে পৌঁছে দিয়েছে আকাশচুম্বী খ্যাতিতে। ‘সরদারজি ৩’ সিনেমা দিয়ে বলিউডে অভিষেক ঘটেছে পাকিস্তানি অভিনেত্রীর। ছবিটি পাকিস্তানেও বেশ সাফল্য পেয়েছেন। রোমান্টিক থেকে কমেডি, গ্ল্যামারাস থেকে চরিত্রাভিনয়—সব ধরনের চরিত্রেই প্রশংসা কুড়িয়েছেন হানিয়া। অভিনয়ের পাশাপাশি গানও গেয়ে থাকে হানিয়া। এছাড়া পাকিস্তানের অন্যতম সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া অভিনেত্রীদের একজন হানিয়া। ধারাবাহিকের প্রতি পর্বের জন্য প্রায় তিন লাখ রুপি পারিশ্রমিক পান তিনি। জনপ্রিয়তা বাড়তে থাকায় পারিশ্রমিকও বেড়েছে তার। বর্তমানে চার লাখ রুপি পারিশ্রমিক নেন হানিয়া। তার মোট সম্পদের পরিমাণ আনুমানিক ৪৩ কোটি রুপি। ২৮ বছর বয়সি এ অভিনেত্রীর ইনস্টাগ্রামে অনুসারীর সংখ্যা এক কোটি ৩৫ লাখের বেশি। [বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।] বিপি>টিডি
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন