১৪ অক্টোবর ২০২৫

ঢাকায় প্রাইভেটকারে ধর্ষণের চেষ্টা আটক ১

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৭ পিএম
ঢাকায় প্রাইভেটকারে ধর্ষণের চেষ্টা আটক ১
বাংলাপ্রেস অনলাইন : রাজধানীর সংসদ ভবনের সামনে থেকে প্রাইভেটকারে এক নারীকে তুলে নিয়ে ধর্ষণচেষ্টার অভিযোগে রনি হক নামের এক ব্যক্তিকে আটক করেছে শেরেবাংলা নগর থানা পুলিশ। গতকাল শনিবার রাতে মোহাম্মদপুর এলাকায় এ ঘটনা ঘটে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এ ঘটনার একটি ভিডিও ভাইরাল হয়ে পড়েছে। আজ রোববার দুপুরে শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জি জি বিশ্বাস জানান, আটক রনির জিজ্ঞাসাবাদ চলছে। তিনি বলেন, ‘আমরা রনি হককে থানায় আটক করে রেখেছি। আমরা মূল ঘটনার বিস্তারিত জানার চেষ্টা করছি। তাঁকে জিজ্ঞাসাবাদ চলছে।’

থানার উপপরিদর্শক (এসআই) মিনহাজ উদ্দীন বলেন, ‘গতকাল রাত ২টার দিকে রাজধানীর মোহাম্মদপুরের কলেজগেট চেকপোস্ট থেকে আমরা তাঁকে থানায় নিয়ে আসি। তখন রনিকে আমরা মদ্যপ অবস্থায় পাই। তখন আমরা রনির গাড়িসহ তাঁকে থানায় এনে জিজ্ঞাসাবাদ শুরু করি।’

রনিকে কেন আটক করা হয়েছে—জানতে চাইলে এই উপপরিদর্শক বলেন, ‘গতকাল রাতে রনি সংসদ ভবনের সামনে থেকে একটি মেয়েকে প্রাইভেটকারে করে তুলে মোহাম্মদপুরের দিকে নিয়ে আসে। সম্ভবত ওই মেয়েকে রনি ধর্ষণ করার চেষ্টা করে। এর পরে স্থানীয়রা সেটা বুঝতে পেরে রনিকে গাড়ি থেকে নামিয়ে গণধোলাই দেয়। তারপরে আমাদের কাছে হস্তান্তর করে। এরপরে আমরা থানায় নিয়ে আসি।’ প্রাথমিক জিজ্ঞাসাবাদে রনির কাছ থেকে কিছু জানা গেছে কিনা এমন প্রশ্নের জবাবে মিনহাজ উদ্দীন বলেন, ‘ওই মেয়েকে তিনি প্রাইভেটকারে করে তুলে আনেন সংসদ ভবনের সামনে থেকে। এর বাইরে আর কিছু আমি বলতে পারবো না।’ এদিকে মোহাম্মদপুর এলাকায় রনিকে গাড়ি থেকে নামিয়ে গণধোলাইয়ের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। সেখানে দেখা যায়, উত্তেজিত জনতা রনিকে চড়-থাপ্পড় মারছেন, গণধোলাই দিচ্ছেন। সেখানে জনতার মুখে একজন নারীর খোঁজ নেওয়ার কথাও শোনা যায়।

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন