
ঢাকায় প্রাইভেটকারে ধর্ষণের চেষ্টা আটক ১



থানার উপপরিদর্শক (এসআই) মিনহাজ উদ্দীন বলেন, ‘গতকাল রাত ২টার দিকে রাজধানীর মোহাম্মদপুরের কলেজগেট চেকপোস্ট থেকে আমরা তাঁকে থানায় নিয়ে আসি। তখন রনিকে আমরা মদ্যপ অবস্থায় পাই। তখন আমরা রনির গাড়িসহ তাঁকে থানায় এনে জিজ্ঞাসাবাদ শুরু করি।’

রনিকে কেন আটক করা হয়েছে—জানতে চাইলে এই উপপরিদর্শক বলেন, ‘গতকাল রাতে রনি সংসদ ভবনের সামনে থেকে একটি মেয়েকে প্রাইভেটকারে করে তুলে মোহাম্মদপুরের দিকে নিয়ে আসে। সম্ভবত ওই মেয়েকে রনি ধর্ষণ করার চেষ্টা করে। এর পরে স্থানীয়রা সেটা বুঝতে পেরে রনিকে গাড়ি থেকে নামিয়ে গণধোলাই দেয়। তারপরে আমাদের কাছে হস্তান্তর করে। এরপরে আমরা থানায় নিয়ে আসি।’ প্রাথমিক জিজ্ঞাসাবাদে রনির কাছ থেকে কিছু জানা গেছে কিনা এমন প্রশ্নের জবাবে মিনহাজ উদ্দীন বলেন, ‘ওই মেয়েকে তিনি প্রাইভেটকারে করে তুলে আনেন সংসদ ভবনের সামনে থেকে। এর বাইরে আর কিছু আমি বলতে পারবো না।’ এদিকে মোহাম্মদপুর এলাকায় রনিকে গাড়ি থেকে নামিয়ে গণধোলাইয়ের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। সেখানে দেখা যায়, উত্তেজিত জনতা রনিকে চড়-থাপ্পড় মারছেন, গণধোলাই দিচ্ছেন। সেখানে জনতার মুখে একজন নারীর খোঁজ নেওয়ার কথাও শোনা যায়।
আপনি এগুলোও পছন্দ করতে পারেন


আন্তরিকতার সঙ্গে দেশসেবা করতে নবীন সেনা কর্মকর্তাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান



