বাংলাপ্রেস ডেস্ক: বেশ কিছুদিন ধরেই শিরোনামে দক্ষিণের অভিনেতা ধানুশ ও বলিউড অভিনেত্রী ম্রুনাল ঠাকুর। গুঞ্জন ওঠেছে, একে অপরের প্রেমে মজেছেন এ দুজন। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একাধিক ভিডিওতে ধরা পড়েছে ধানুশ ও ম্রুনালের কেমিস্ট্রি। কখনও হাসিমুখে কথা বলা, কখনও একে অপরের দিকে গভীর দৃষ্টিতে তাকানো, সব কিছুতেই যেন স্পষ্ট, বন্ধুত্বের চেয়ে কিছুটা বেশিই যেন চলছে তাঁদের মধ্যে।গত ১ আগস্ট ছিল ম্রুনালের জন্মদিন। অভিনেত্রীর ডাকে তারকাখচিত উদযাপনে যোগ দেন ধানুশ। তারপর থেকেই জল্পনা উস্কে উঠেছে। জন্মদিন উদযাপনের একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়।সেখানে দুজনকেই দেখা গিয়েছে মুগ্ধতায় ডুবে যেতে।
ম্রুণাল অবশ্য জানিয়েছেন, বিনোদন জগতের এই গুঞ্জন নিয়ে তিনি অবগত। তবে এমন কোনও প্রেমের সম্পর্ক নেই তাঁদের মধ্যে। ম্রুণালের কথায়, ‘ধানুশ আমার খুবই ভাল বন্ধু।বন্ধুত্ব ছাড়া প্রেমের সম্পর্ক নেই।’মুখে যতই বলুন, সম্প্রতি অভিনেতার দুই দিদিকে ইনস্টাগ্রামে অনুসরণ করা শুরু করেছেন অভিনেত্রী। তাই অনেকেরই সন্দেহ হয়তো এখনই কিছু প্রকাশ্যে আনতে চাইছেন না। ২০২২ সালে স্ত্রী ঐশ্বরিয়া রজনীকান্তের থেকে আলাদা থাকতে শুরু করেন ধনুষ। মাস কয়েক আগে আইনি বিচ্ছেদও হয়ে গিয়েছে তাঁদের।দীর্ঘ ১৮ বছর তাঁরা বিবাহিত ছিলেন।
[বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।]
বিপি>টিডি
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]