১৪ অক্টোবর ২০২৫

ধুনটে সরকারি আর্থিক সহায়তা পেল ২৫ দূরারোগ্য রোগী

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
ধুনটে সরকারি আর্থিক সহায়তা পেল ২৫ দূরারোগ্য রোগী

ধুনট (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার ধুনট উপজেলা সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে দূরারোধ্য ব্যাধিতে আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য সরকারিভাবে এককালীন আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে।

সোমবার দুপুর ১২টার দিকে ধুনট উপজেলা পরিষদের ইছামতি হলরুমে ২৫জন রোগীর হাতে এসব চেক তুলে দেয়া হয়। আর্থিক সহায়তার চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ধুনট উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হাই খোকন। ধুনট উপজেলা নির্বাহি কর্মকর্তা (ইউএনও) সঞ্জয় কুমার মহন্তের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন বগুড়া জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক আবু সাইদ মোঃ কাওছার রহমান, সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল রনী ও ধুনট উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুল্লাহ আল কাফি প্রমুখ।

উল্লেখ্য, সমাজসেবা অধিদফতর কর্তৃক বাস্তবায়িত এককালীন আর্থিক সহায়তা কর্মসূচীর আওতায় চিকিৎসার জন্য ধুনট উপজেলার ২২ জন ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়া রোগীকে জনপ্রতি ৫০হাজার টাকা এবং ৩ জন নিউরো ডেভেলপমেন্টাল প্রতিবন্ধি ব্যক্তিকে জনপ্রতি ১০হাজার টাকার চেক প্রদান করা হয়।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন