১৪ অক্টোবর ২০২৫

ড্রাইভার ও গৃহকর্মীকে ১ কোটি ১৪ লাখ টাকা দিলেন আলিয়া

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
ড্রাইভার ও গৃহকর্মীকে ১ কোটি ১৪ লাখ টাকা দিলেন আলিয়া
  বাংলাপ্রেস ডেস্ক: আলিয়া ভাট এখন বলিউডের সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া অভিনেত্রীদের একজন। অভিনয় ছাড়াও নানা ব্যান্ডের শুভেচ্ছাদূত তিনি। এখান থেকে বড় অঙ্কের আয় আসে তাঁর। এদিকে আলিয়া নানা দাতব্য প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। মুম্বাইয়ের বিভিন্ন হাসপাতালে প্রতিবছরই বড় অঙ্কের অনুদান দেন তিনি। এবার জানা গেল, নিজের চালক ও গৃহকর্মীদের বাড়ি কেনার জন্যও টাকা দিয়েছেন অভিনেত্রী। জুহু ও খের এলাকায় বাড়ি কেনার জন্য গাড়ির চালক ও এক গৃহকর্মীকে বাংলাদেশি মুদ্রায় ৭০ লাখ টাকা করে দিলেন আলিয়া, দুজন পেয়েছেন ১ কোটি ১৪ লাখ টাকা। কেবল এবারই নয়, কোভিড মহামারির সময়ও নিজের চালক, গৃহকর্মী ও ব্যক্তিগত সহকারীদের মোটা অঙ্কের অনুদান দিয়েছিলেন অভিনেত্রী। আলিয়ার সম্পদের পরিমাণ কত ‘জিকিউ ইন্ডিয়া’ হিসাব কষে দেখেছে, আলিয়ার মোট সম্পদের পরিমাণ ৭০০ কোটি টাকা। বলিউডের সব থেকে ‘দামি নায়িকা’র তালিকায়ও আলিয়া ভাট বর্তমানে তৃতীয় স্থানে। প্রিয়াঙ্কা চোপড়া, দীপিকা পাড়ুকোনের পরই তিনি। সিনেমার পাশাপাশি নানা সংস্থার বিজ্ঞাপনী দূত হিসেবেও চড়া পারিশ্রমিক হাঁকান আলিয়া ভাট। অভিনেত্রীর নিজস্ব প্রযোজনা সংস্থাও রয়েছে। এর পাশাপাশি শিশুদের জন্য পোশাক সংস্থা খুলেছেন আলিয়া। যা কি না রিলায়েন্সের সঙ্গে যৌথ মালিকানাভিত্তিক। মুম্বাইয়ের বুকে বেশ কয়েকটি ফ্ল্যাটও রয়েছে আলিয়ার। মা সোনি রাজদান ও বোন শাহিন ভাটকেও একটি করে ফ্ল্যাট উপহার দিয়েছেন অভিনেত্রী। রণবীরের সঙ্গে যৌথভাবে কাপুর ম্যানসন তৈরি করেছেন আলিয়া। যে বাংলোর দাম ৩০০ কোটি টাকা। [বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।] বিপি>টিডি
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন