
দরজায় ঠকঠক করে বউয়ের ঘরে ঢোকেন শাহরুখ!


বাংলাপ্রেস ডেস্ক: অধিকাংশ পুরুষই মনে করেন স্ত্রীর রুমে ইচ্ছেমতো যখন খুশি সময়ে-অসময়ে প্রবেশ করা যায়। তবে এমনটি মনে করেন না বলিউড বাদশা শাহরুখ খান। বিয়ের তিন দশক পরেও তিনি এখনও স্ত্রীর রুমে নক করে প্রবেশ করেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে শাহরুখ খান বলেন, ‘আমি ৩০ বছর ধরে বিবাহিত জীবন পার করছি। কিন্তু এখনও আমি বেডরুমে স্ত্রী পোশাক পরিবর্তন করলে নক করে ঢুকি। এমনকি সুহানার ঘরেও।’ সাক্ষাৎকারে হ্যাশট্যাগ মিটু আন্দোলন প্রসঙ্গে বলতে গিয়ে তিনি বলেন, ‘আমি আমার ছেলেকে মেয়েদের প্রতি শ্রদ্ধা করতে শেখাই। কাউকে অশ্রদ্ধা করা বড় কাজ নয়। বরং শ্রদ্ধার সঙ্গেই জড়িয়ে থাকে ভালোবাসা ও রোমান্স।’
গত মাসে মুক্তি পেয়েছে শাহরুখ খানের জিরো ছবি। এখানে নিজেকে বামুন চরিত্রে উপস্থাপন করেছেন তিনি। সবসময় কথা ও সৃষ্টিশীল কাজে ভক্তদের নতুন কিছু উপহার দেন বলিউডের এই নায়ক।
সূত্র: আনন্দবাজার পত্রিকা।
বিপি/কেজে
আপনি এগুলোও পছন্দ করতে পারেন





