১৪ অক্টোবর ২০২৫

এবার চট্টগ্রাম জেলখানার কারারক্ষী করোনায় আক্রান্ত

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
এবার চট্টগ্রাম জেলখানার কারারক্ষী করোনায় আক্রান্ত

জে. জাহেদ, চট্টগ্রাম থেকে : চট্টগ্রামের কেন্দ্রীয় কারাগারের এক কারারক্ষী করোনায় আক্রান্ত হয়েছেন বলে জানা গেছে। আক্রান্ত কারারক্ষী হলো লক্ষীপুর জেলার আব্দুর রহমান (২৮)

জানা যায়, ৩/৪দিন শরীরে প্রচন্ড জ্বর থাকায় গত ২৩ মে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন আব্দুর রহমান। ২৪মে মেডিকেল কর্তৃপক্ষ তার করোনা টেস্টের স্যাম্পল নেয়।২৬মে তার করোনা পজিটিভ রিপোর্ট আসে।

বর্তমানে আক্তান্ত কারারক্ষী আব্দুর রহমান চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের তৃতীয় তলায় মেডিসিন ওয়ার্ডের ১৩নম্বর বেডে চিকিৎসাধীন আছেন।

জানতে চাইলে আক্রান্ত কারারক্ষী আব্দুর রহমান বলেন, আমি ২৩ তারিখে তখন ডিউটিতে ছিলাম। এর আগে থেকেই আমার শরীরে জ্বর ছিল। সেদিন বেশী খারাপ লাগাতে আমি বসে বসে ডিউটি করছিলাম। হঠাৎ মাথা ঘুরে পড়ে গেলে সহকর্মীরা মেডিকেলে নিয়ে আসেন। মঙ্গলবার (২৬ মে) রাতে জানতে পারলাম আমার করোনা পজিটিভ রিপোর্ট এসেছে।

বুধবার (২৭ মে) আক্রান্ত কারারক্ষীকে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হবে বলে তিনি জানান।

এদিকে, কারাগারে বন্দীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে এ খবর শুনে। কেননা, এ কারারক্ষী এতদিন বন্দীদের কাছাকাছি থেকেই দায়িত্ব পালন করেছেন।অন্যদের মধ্যে সংক্রমণ ছড়িয়ে পড়লে তা সামলানোও কিছুটা কষ্টসাধ্য হবে বলে অভিমত তাদের।

এ বিষয়ে জানতে চাইলে চট্টগ্রাম কারাগারের সিনিয়র জেল সুপার কামাল হোসেনের মোবাইলে একাধিকার ফোন করেও রিসিভ না করায় কোন বক্তব্য পাওয়া যায়নি।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন