বাংলাপ্রেস ডেস্ক: কিছুদিন আগেই বান্দ্রার মান্নাত ছেড়ে মুম্বাইয়ের অন্যতম অভিজাত পালি হিলের একটি অ্যাপার্টমেন্টে (পূজা কাসা ভবন) ভাড়ায় উঠেছেন বলিউড বাদশাহ শাহরুখ খান।
এবার তার প্রতিবেশী হলেন বলিউডের মিস্টার পারফেকশনিস্ট আমির খান। কিং খানের মতো তিনিও নিজের বিলাসবহুল ফ্ল্যাটগুলোর পুনর্নির্মাণের কারণে আপাতত মুম্বাইয়ে চারটি অ্যাপার্টমেন্ট ভাড়া নিয়েছেন, যেটি শাহরুখের ভবন থেকে ৭৫০ মিটার দূরে। দুই খান এখন তাই প্রতিবেশী।
জানা গেছে, আমিরের প্রতি মাসে সব মিলিয়ে ভাড়ার পরিমাণ পড়বে ২৪.৫ লাখ রুপি।
ভারতীয় গণমাধ্যমের বরাতে জানা গেছে, আমির খান মে ২০২৫ থেকে মে ২০৩০ পর্যন্ত পাঁচ বছরের জন্য এই অ্যাপার্টমেন্টগুলো ভাড়া নিয়েছেন। লক-ইন পিরিয়ড ৪৫ মাস। ভাড়া ছাড়াও তিনি দিয়েছেন ১.৪৬ কোটি রুপির নিরাপত্তা জামানত, ৪ লাখ রুপির স্ট্যাম্প ডিউটি এবং ২ হাজার রুপি রেজিস্ট্রেশন ফি।আমির খানের নিজস্ব বাড়ি অবস্থিত ভারজিও হাউজিং সোসাইটিতে। সেখানে তিনি মোট ১২টি ফ্ল্যাটের মালিক। বর্তমানে সোসাইটিটির পুরনো কাঠামো ভেঙে নির্মাণ হচ্ছে নতুন আল্ট্রা-লাক্সারি প্রকল্প। সেখানে প্রতি বর্গফুটের দাম এক লাখ রুপির বেশি হবে বলে ধারণা করা হচ্ছে।
[বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।]
বিপি>টিডি
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]