১৩ অক্টোবর ২০২৫

এবি পার্টির ১০০ আসনে প্রার্থী চূড়ান্ত

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১২ অক্টোবর ২০২৫, ০৯:৩৬ এএম
এবি পার্টির ১০০ আসনে প্রার্থী চূড়ান্ত

 

 

বাংলাপ্রেস ডেস্ক: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে প্রাথমিকভাবে ১০০ আসনে মনোনীত প্রার্থীদের তালিকা ঘোষণা করতে যাচ্ছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)। দলটির চেয়ার‌ম্যান মজিবুর রহমান ভুঁইয়া মঞ্জু ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদ বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সংবাদ সম্মেলনে তালিকাটি প্রকাশ করবেন।

রোববার এবি পার্টির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।


দ্বিতীয় পর্যায়ে যাচাই-বাছাই শেষ হলে আগামী নভেম্বরের প্রথম সপ্তাহে পরবর্তী প্রার্থীদের নাম ঘোষণা করার কথা বলছে দলটি।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বৃহস্পতিবার বেলা ১১টায় সংবাদ সম্মেলনের মাধ্যমে ১০০ প্রার্থীর তালিকা ঘোষণা করা হবে। একই দিন তোপখানা রোডের ফারইস্ট টাওয়ার মিলনায়তনে মনোনীত প্রার্থীদের নিয়ে একটি সভা অনুষ্ঠিত হবে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলের দুজন ভাইস চেয়ারম্যান ও একজন যুগ্ম সাধারণ সম্পাদকের নেতৃত্বে গঠিত প্রার্থী বাছাই কমিটি দীর্ঘ কার্যক্রম শেষ করে ইতিমধ্যে একটি প্রাথমিক প্রতিবেদন দিয়েছে। দলের কার্যনির্বাহী কাউন্সিলের সাম্প্রতিক এক সভায় সেই প্রতিবেদন মূল্যায়নের পর প্রথম পর্যায়ে ১০০টি আসনে দলের প্রাথমিক মনোনয়ন চূড়ান্ত করা হয়।

মাসখানেক আগে এবি পার্টির আগ্রহী প্রার্থীদের নিয়ে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছিল উল্লেখ করে বিজ্ঞপ্তিতে বলা হয়, সেই সভার সিদ্ধান্ত অনুযায়ী, দল থেকে সর্বোচ্চসংখ্যক আসনে প্রার্থী দেওয়ার নীতিগত সিদ্ধান্ত জানানো হয়। এর ধারাবাহিকতায় প্রাথমিক এই তালিকা ঘোষণা করা হচ্ছে। দ্বিতীয় পর্যায়ে যাচাই–বাছাই শেষ হলে নভেম্বরের প্রথম সপ্তাহে পরবর্তী প্রার্থীদের নাম ঘোষণা করা হবে বলে আশা করা যাচ্ছে।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!