১৫ অক্টোবর ২০২৫

ঈদ যাত্রীদের দূর্ভোগ কমাতে ঈদের আগে পরে ৭ দিন রাস্তা উন্নয়ন কাজ বন্ধ থাকবে

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৭ পিএম
ঈদ যাত্রীদের দূর্ভোগ কমাতে ঈদের আগে পরে ৭ দিন রাস্তা উন্নয়ন কাজ বন্ধ থাকবে

বাংলাপ্রেস ঢাকা: যাত্রীদের দুর্ভোগ কমাতে ঈদের আগের ও পরের ৭ দিন রাস্তার উন্নয়ন কাজ বন্ধ থাকবে বলে জানালেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। রোববার রাজধানীর এলেনবাড়ি বিআরটিএ কার্যালয়ে অনুষ্ঠিত বাস মা‌লিক, শ্রমিক ও বিআর‌টিএ কর্মকর্তাদের নি‌য়ে ঈদের সড়ক ব্যবস্থাপনা বিষয়ক বৈঠকে একথা জানান তিনি। বৈঠক থেকেই হাইওয়ে পুলিশের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) আতিকুল ইসলামকে ফোন করে ওবায়দুল কাদের বলেন, কোনও গাড়ি যেন রং সাইড দি‌য়ে সড়‌কে না আসে। আর ফিট‌নেস‌বিহীন গা‌ড়ি‌গুলো যেন মূল সড়‌কে ওঠার আগে আট‌কানো হয়।

রাস্তায় যানবাহন চলাচ‌লের খারাপ অবস্থার দিকে ইঙ্গিত ক‌রে তিনি বলেন, গা‌ড়ি রং সাইডে চলাচল করায় যানজট সৃষ্টি হচ্ছে। টোলপ্লাজার সাম‌নে এক‌টি গা‌ড়ি বিকল হ‌য়ে পেছ‌নের ৫০০ গা‌ড়িকে যানজ‌টে ‌ফে‌লে দিচ্ছে। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, এবারের ঈদযাত্রায় সড়‌কে কোনও ইঞ্জিনিয়ারিং ত্রুটি নেই। তবে গাড়ির রং সাইডে চলাচল এবং ফিটনেস না থাকা কিছু দুর্ভোগ সৃষ্টি করছে। কিছু কিছু প্রকৌশলীর কারণে সব প্রকৌশলী কেন দায়ী হবেন? তিনি বলেন, অসাধু প্রকৌশলীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। যেসব ঠিকাদার ঠিকমতো কাজ করেন না, তাদের বাদ দিয়ে দিতে হবে। বৈঠকে সড়ক পরিবহন স‌মি‌তির মহাস‌চিব খন্দকার এনায়েতুল্লাহ বলেন, বিআরটিএ’র ম্যাজিস্ট্রেট নিয়মিত অভিযান পরিচালনা করছে। তবে সব‌কিছু নির্দেশনা দিয়ে হয় না, অ্যাকশনও লা‌গে। সি‌টিং সা‌র্ভিস নীতিমালা দ্রুতই হ‌য়ে যা‌চ্ছে।

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন