১৪ অক্টোবর ২০২৫

এই ভালোবাসা শাহরুখের প্রাপ্য

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
এই ভালোবাসা শাহরুখের প্রাপ্য

বিনোদন ডেস্ক: বলিউড বাদশাহ শাহরুখ খানকে সর্বশেষ আনন্দ এল রাই পরিচালিত ‘জিরো’ সিনেমায় দেখা গেছে। যদিও বক্স অফিসে তাঁর ছবিটি প্রত্যাশিত সাড়া জাগাতে ব্যর্থ হয়েছে, তবে অন্তর্জালে এই সুপারস্টার ট্রেন্ডিং তালিকায় উঠলেন এক আদরণীয় কারণে।কী সেই আদুরে মুহূর্ত?

জানতে হলে আপনাকে স্বামী শাহরুখ ও মেয়ে সুহানার সঙ্গে গৌরী খানের সর্বশেষ ইনস্টাগ্রাম পোস্টটা দেখতে হবে। এই ছবিটি আসলে গত দীপাবলির দিন তোলা হয়েছিল।ছবিতে মা আর মেয়ে মিলে শাহরুখের দুই গালে চুমু খাচ্ছেন। এই আদুরে আলোকচিত্র দেখে উচ্ছ্বসিত শাহরুখভক্তরা। তিন ঘণ্টারও কম সময়ে এই ছবিতে পড়েছে দুই লাখ লাইক।

ছবিটি শেয়ার দিয়ে বিখ্যাত ইন্টেরিয়র ডিজাইনার, শাহরুখপত্নী গৌরী খান অসাধারণ ক্যাপশন দিয়েছেন, যেটি খুব ছোট্ট হলেও ভাবাবেগে অনেক অনেক বড়। গৌরী লিখেছেন, ‘বেশিরভাগ দিনই এটা ওর প্রাপ্য...।’

বলিউডের অন্যতম প্রভাবশালী দম্পতি শাহরুখ-গৌরী। দীর্ঘ ২৮ বছরের দাম্পত্য জীবন তাঁদের। ভালোবাসা আর দায়িত্বে এতটুকু ছেদ পড়েনি এ তারকা-যুগলের।ক্যাটরিনা কাইফ, সুসান খান, সঞ্জয় কাপুর, জ্যাকলিন ফার্নান্দেজের মতো তারকারাও গৌরীর পোস্টটিতে লাইক দিয়েছেন। চিত্রনির্মাতা জয়া আখতার ও শ্বেতা বচ্চন ছবিতে মন্তব্য করেছেন। আর সবাই একবাক্যে স্বীকার করে নিচ্ছেন, ‘উফ কী মিষ্টি!’

ছবিটিতে এ পর্যন্ত তিন লাখ ৭৮ হাজারের বেশি লাইক পড়েছে। আর অসংখ্য মন্তব্য তো আছেই।শাহরুখ-গৌরীর তিন সন্তান—আরিয়ান খান, সুহানা খান ও আব্রাম খান। কিছুদিন আগে তিন সন্তানের সঙ্গে মায়ের তোলা ছবি অন্তর্জালে ভাইরাল হয়েছিল। সে ছবির ক্যাপশনে গৌরী লিখেছিলেন, ‘২০১৯ সালে আমার তিন পোষ্যের ডিজাইন।’

সুহানা, আরিয়ান ও আব্রামের ছবি মাঝেমধ্যেই তাঁদের বাবা-মায়ের পোস্টে দেখা যায়। গৌরী খান আরো একটি ছবি শেয়ার করেছেন তাঁদের ছোট্ট ছেলে আব্রামের সঙ্গে শাহরুখের। সেই ছবিতে বাবা ও ছেলেকে আলোর সাজের মাঝে দারুণ দেখাচ্ছে।

১৯৯১ সালে শাহরুখ খান গৌরীকে বিয়ে করেন। আরিয়ানের বয়স এখন ২১, সুহানা ১৮ ও আব্রাম ৫। আরিয়ান ও সুহানা বিদেশে পড়াশোনা করছেন। আব্রাম বাবা-মায়ের সঙ্গে মুম্বাইয়ে থাকে।

কিছুদিন আগে ‘ফরচুন ইন্ডিয়া’ সাময়িকীতে ভারতের সবচেয়ে ক্ষমতাশালী নারীর তালিকায় উঠে এসেছে গৌরী খানের নাম। সেই সুসংবাদ শেয়ার করে এক টুইটার বার্তায় গর্বিত স্বামী শাহরুখ লিখেছিলেন, “আমাদের পরিবারের ‘সৌভাগ্যবতী’ তালিকায়ও সে (গৌরী) সবচেয়ে ক্ষমতাশালী।”

শাহরুখ খানকে পরবর্তী সময়ে ভারতের প্রথম মহাকাশচারী রাকেশ শর্মার বায়োপিকে দেখা যাবে। শোনা যাচ্ছে, সিনেমাটির নাম হবে ‘সারে জাঁহা সে আচ্ছা’।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন