
একের পর এক যৌন হেনস্থার অভিযোগে বোমা ফাটাচ্ছে অভিনেত্রীরা !


বাংলাপ্রেস অনলাইন: সাম্প্রতিক অতীতে প্রথম বোমাটা ফাটিয়েছিলেন অভিনেত্রী তনুশ্রী দত্ত। যৌন হয়রানির খবর প্রকাশ্যে বলেছিলেন তিনি। ঠিক তার পরই যেন বলিউডে আছড়ে পড়েছে মিটু ঝড়। নানা পটেকর, অলোক নাথ, বিকাশ বহেল, রজত কপূর সামনে আসছে একের পর এক অভিযুক্তের নাম। এ বার সেই তালিকায় যোগ হল সাজিদ খানের নামও।
দিন কয়েক আগে প্রথমে সাজিদের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ আনেন সালোনি চোপড়া। তিনি এক সময় সাজিদের সহকারী হিসেবে কাজ করতেন। এ বার সালোনির বক্তব্যকে প্রকাশ্যে সমর্থন জানালেন মডেল তথা অভিনেত্রী র্যাচেল হোয়াইট। জানালেন নিজের অভিজ্ঞতার কথাও। ২০১৪-এ ‘হামশকল’ নামের একটি ছবিতে অভিনয় করেছিলেন র্যাচেল। সেই ছবিতে কাস্ট করার সময় রেচেলকে নাকি বাড়িতে ডেকেছিলেন সাজিদ। রেচেল বাড়িতে দেখা করতে অস্বীকার করায়, সাজিদ জানিয়েছিলেন, তিনি মায়ের সঙ্গে থাকেন। ফলে র্যাচেল বাড়িতে গেলে কোনও অসুবিধে হবে না।
বাংলাপ্রেস/আর এল
আপনি এগুলোও পছন্দ করতে পারেন





