১৪ অক্টোবর ২০২৫

একটা দৃশ্য তৈরিতে খররচ হয়েছে ৫৪ কোটি রুপি

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৭ পিএম
একটা দৃশ্য তৈরিতে খররচ হয়েছে ৫৪ কোটি রুপি

বাংলাপ্রেস অনলাইন: ভারতের দক্ষিণের ছবির সুপারস্টার চিরঞ্জীবীর ছবি মানেই জোরদার অ্যাকশন। আবার তাঁকে নতুন এক অ্যাকশনধর্মী ছবিতে দেখা যাবে। ছবির নাম ‘সিয়ে রা নরসিমহা রেড্ডি’। ছবির বাজেট এখন চর্চার বিষয়। আর চিরঞ্জীবীর এই ছবির বাজেট সত্যি অবাক করার মতো। ‘সিয়ে রা নরসিমহা রেড্ডি’ ছবিটি এ বছরই মুক্তি পাওয়ার কথা আছে। ছবিটি প্রযোজনা করেছেন চিরঞ্জীবীর ছেলে রামচরণ তেজা।

‘সিয়ে রা নরসিমহা রেড্ডি’ ছবিটি হিট করানো জন্য রামচরণ জলের মতো অর্থ ব্যয় করছেন। ছবির বাজেট ২০০ কোটি রুপি। এ তো গেল পুরো বাজেটের কথা, এবার ‘সিয়ে রা নরসিমহা রেড্ডি’ ছবির একটা দৃশ্যের জন্য কত খরচ হয়েছে, জানতে চান? এই ছবির চার মিনিটের একটা দৃশ্যের জন্য ৫৪ কোটি রুপি খরচ হয়েছে। অত্যন্ত দামি এই দৃশ্য একটি যুদ্ধের।

জানা গেছে, ছবির ক্লাইমেক্সে দৃশ্যটি দেখানো হবে। দৃশ্যটিতে আধুনিক প্রযুক্তির ব্যবহার করা হয়েছে। তাই খরচ গিয়ে দাঁড়িয়েছে ৫৪ কোটি রুপিতে। চিরঞ্জীবীর এই ছবির শুটিং হচ্ছে জর্জিয়াতে। ছবির কাজের জন্য হায়দরাবাদ থেকে ১৫০ জনের একটি দল জর্জিয়াতে গেছে। ‘সিয়ে রা নরসিমহা রেড্ডি’ ছবির জন্য হাজার হাজার কস্টিউম নিয়ে যাওয়া হয়েছে। এই ছবির জন্য স্থানীয় ৬০০ জন শিল্পীকে নেওয়া হয়েছে।

বাংলাপ্রেস/এফএস

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন