১৫ অক্টোবর ২০২৫

এমন দৃশ্যে অভিনয় করতে আমি ভয় পেতাম: সোনম

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৫, ১২:২২ পিএম
এমন দৃশ্যে অভিনয় করতে আমি ভয় পেতাম: সোনম

বাংলাপ্রেস ডেস্ক:   বলিউডের বেশ কয়েকটি সিনেমায় অভিনয়ের প্রস্তাব পেয়েও ফিরিয়ে দিয়েছিলেন পাঞ্জাবি অভিনেত্রী সোনম বাজওয়া।

সেই সিনেমাগুলোর অধিকাংশেই ছিল চুমুর দৃশ্য। সেই সময় তিনি ভয় পেতেন—পাঞ্জাবি দর্শক তার এমন দৃশ্য মেনে নেবে কি না, পরিবার কীভাবে দেখবে, আর তার জনপ্রিয়তা এতে ক্ষতিগ্রস্ত হবে কি না।

সম্প্রতি এক সাক্ষাৎকারে সোনম বাজওয়া জানিয়েছেন, ‘আমি কিছু হিন্দি সিনেমার প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলাম, কারণ তখন ভাবতাম—পাঞ্জাব এই বিষয়টা মেনে নেবে কি না। আমাদের এখানে এমন মানসিকতা, পরিবার-পরিজন সবাই এক সঙ্গে সিনেমা দেখে। তখন খুব ভয় লাগত—যদি আমি কোনো চুমুর দৃশ্য করি, মানুষ কীভাবে নেবে? যারা আমাকে এত ভালোবাসে, তারা কী ভাববে? আমার পরিবার কি বুঝবে যে এটা সিনেমার অংশ মাত্র? এমন অসংখ্য প্রশ্ন ঘুরত মাথায়।’

তিনি আরও জানান, ‘আমি মা-বাবাকে বললাম, আমি ভয় পাচ্ছি এমন দৃশ্য করতে। তখন ওরা বলল, “যদি এটা সিনেমার জন্য হয়, তাতে কোনো সমস্যা নেই।” আমি তো অবাক! ভাবলাম, আগে কেন কথা বলিনি ওদের সঙ্গে! আমরা নিজেদের মাথায় অনেক কিছু ধরে নিই, কিন্তু বাস্তবে তেমনটা হয় না,’।

সোনম আরও বলেন, ‘আমি এত লজ্জা পাচ্ছিলাম বাবা-মায়ের সঙ্গে এসব নিয়ে কথা বলতে। কিন্তু ওরা একদম সহজভাবে বলল, “যদি সিনেমার প্রয়োজনে হয়, সমস্যা নেই।”

সোনম বাজওয়া বলেন, ‘আমার ভয়টা কল্পনার ছিল, বাস্তব নয়। আমি বুঝেছি, অনেক সময় আমরা ভাবি সমাজ কী ভাববে, কিন্তু সেটা অনেকটাই আমাদের মনের তৈরি দেয়াল।’

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন