১৪ অক্টোবর ২০২৫

ফের হ্যাকারদের দখলে ইসলামী ব্যাংকের ফেসবুক পেজ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৫, ১২:০৬ পিএম
ফের হ্যাকারদের দখলে ইসলামী ব্যাংকের ফেসবুক পেজ

বাংলাপ্রেস ডেস্ক: ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির অফিসিয়াল ফেসবুক পেজ ফের দখলে নিয়েছে হ্যাকাররাএর আগে পেজটি হ্যাক হওয়ার প্রায় ১০ ঘণ্টা পর কর্তৃপক্ষ নিয়ন্ত্রণ ফিরে পেয়েছিল

শুক্রবার (৩ অক্টোবর) ভোরে প্রথমবার হ্যাকড হওয়ার পর বিকেল ৪টার দিকে নিয়ন্ত্রণ ফিরে পায় ব্যাংক কর্তৃপক্ষতবে একই দিন রাত সাড়ে ৮টার দিকে আবারও হ্যাকার গ্রুপ পেজটির নিয়ন্ত্রণ নেয়।

প্রথম হামলা: ভোর ৫টা ৪২ মিনিটে হ্যাকাররা পেজটির প্রোফাইল ও কভার ছবি পরিবর্তন করে হুমকিসূচক বার্তা প্রকাশ করে।

নিজেদের পরিচয় দিতে তারা ‌‘MS 47OX’ নাম ব্যবহার করে জানায়, শিগগির ইসলামী ব্যাংকের ফেসবুক পেজ ও ওয়েবসাইটে বড় ধরনের সাইবার হামলা চালানো হবে। এসময় মূল পেজ ঠিক রেখে তারা চারটি স্ট্যাটাস দেয় ‘Page Hacked?’, ‘Hello Dear Islami Bank so-called experts’, ‘MS 47OX’ এবং একটি রিল।

নিয়ন্ত্রণ ফিরে পাওয়ার পর ব্যাংকের এক সিনিয়র কর্মকর্তা জানান, সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় কিছুটা বেগ পোহাতে হলেও আইটি টিম বিশেষ প্রচেষ্টা চালিয়ে বিকেল ৪টার দিকে নিয়ন্ত্রণ ফিরে পায়। তখন পেজ স্বাভাবিক অবস্থায় ছিল।

তবে রাত সাড়ে ৮টার দিকে ফের পেজটি হ্যাকড হলে ওই কর্মকর্তা বলেন, ‘ফেসবুক পেজ হ্যাকের বিষয়টি সত্য। আমাদের আইটি বিভাগ শুরু থেকেই কাজ করছে। বিকেলে নিয়ন্ত্রণ ফিরে পেলেও এখন আবার হ্যাকড হয়েছে। নিয়ন্ত্রণ ফেরাতে পুনরায় কাজ শুরু করেছে টিম।’

 

বিপি/টিআই

 

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন