১৪ অক্টোবর ২০২৫

গাইবান্ধায় পিবিআইয়ের মিথ্যা তদন্ত প্রতিবেদনের প্রতিবাদে মানববন্ধন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
গাইবান্ধায় পিবিআইয়ের মিথ্যা তদন্ত প্রতিবেদনের প্রতিবাদে মানববন্ধন
গাইবান্ধা প্রতিনিধি: অনলাইন নিউজ পোর্টাল নিউজ বাংলা টোয়েন্টি ফোর ডটকমের গাইবান্ধা জেলা প্রতিনিধি পিয়ারুল ইসলামের নামে দায়েরকৃত মিথ্যা মামলা বাতিল ও পিবিআইয়ের দেওয়া মিথ্যা তদন্ত প্রতিবেদনের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। রোববার দুপুরে প্রেসক্লাব গাইবান্ধার উদ্যোগে জেলা শহরের ডিবি রোডের গানাসাস মার্কেটের সামনে এই কর্মসূচি পালন করে সাংবাদিকরা। এতে জেলার প্রিন্ট, ইলেকট্রনিক্স ও অনলাইন মিডিয়ার সাংবাদিক ছাড়াও বিভিন্ন শ্রেণিপেশার শতাধিক মানুষ অংশ নেন। মানববন্ধনে বক্তব্য রাখেন প্রেসক্লাব গাইবান্ধার সভাপতি খালেদ হোসেন, সাধারণ সম্পাদক জাভেদ হোসেন, যুগ্মসম্পাদক পিয়ারুল ইসলাম, দপ্তর সম্পাদক মাসুম বিল্লাহ ও সহ-দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম রফিক প্রমুখ। বক্তারা বলেন, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছকু মিয়া নামে এক রিকশাচালককে হাত-পা বেঁধে নির্যাতন ও চলতি বছরের ৩ জুন তার মৃত্যুর ঘটনায় নিউজ বাংলায় ধারাবাহিক প্রতিবেদন প্রকাশ করা হয়। এরই জের ধরে সাংবাদিক পিয়ারুল ইসলামকে নারী ও শিশু নির্যাতন দমন আইনের একটি মামলায় আসামি করা হয়। যা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। পরে আদালতে এই মামলার আবেদন জমা পড়লে বিচারক মামলাটির তদন্ত দেন গাইবান্ধা পিবিআইকে। কিন্তু পিবিআইয়ের তদন্তকারি কর্মকর্তা উপপরিদর্শক দিপঙ্কর সরকার বাদিপক্ষের কাছে ঘুষ নিয়ে ও আসামিপক্ষের কাছে ঘুষ না পেয়ে সাংবাদিক পিয়ারুলসহ চারজনকে অভিযুক্ত করে আদালতে প্রতিবেদন জমা দেন। তার এই মিথ্যা প্রতিবেদনের কারণে মামলার আসামি হয়েছেন সাংবাদিক পিয়ারুল ইসলামসহ অন্যান্যরা। অবলম্বে মামলাটি বিচার বিভাগীয় তদন্তসহ বাতিলের দাবি জানিয়ে তদন্তকারি কর্মকর্তা দিপঙ্কর সরকারের শাস্তির দাবি জানান বক্তারা। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন