১৩ অক্টোবর ২০২৫

গাজা যুদ্ধ শেষ: ট্রাম্প

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১২ অক্টোবর ২০২৫, ১১:৩২ পিএম
গাজা যুদ্ধ শেষ: ট্রাম্প

বাংলাপ্রেস ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, গাজা যুদ্ধ শেষ হয়েছে। ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর তিনি ইসরায়েলে যাচ্ছেন গাজা থেকে জিম্মিদের মুক্তির তদারকি করতে।

এয়ার ফোর্স ওয়ান-এ সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, যুদ্ধবিরতি অটুট থাকবে। গাজায় দ্রুতই একটি শান্তি বোর্ড গঠিত হবে। গাজা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে বলেও উল্লেখ করেন ট্রাম্প।

চুক্তি অনুযায়ী, সোমবার স্থানীয় সময় দুপুর নাগাদ হামাসের হাতে থাকা সব জিম্মিকে মুক্তি দিতে হবে।

প্রথম পর্যায়ের এই শান্তি চুক্তিতে গাজা থেকে ২০ জন জীবিত ইসরায়েলি জিম্মি ও ২৮ জনের মৃতদেহ ফেরত আসার কথা রয়েছে। এর বিনিময়ে ইসরায়েল মুক্তি দেবে ২৫০ জন ফিলিস্তিনি বন্দি এবং গাজার ১৭০০ জনকে। পাশাপাশি মানবিক সহায়তার পরিমাণও বাড়ানো হবে।

ইসরায়েলি সরকারের এক মুখপাত্র জানিয়েছেন, জীবিত জিম্মিদের নিরাপদে ইসরায়েলে ফেরার পরই বন্দিদের মুক্তি দেওয়া হবে।

ট্রাম্প আত্মবিশ্বাসের সঙ্গে বলেন, এই যুদ্ধবিরতি টিকে থাকবে। সবাই খুশি এবং আমি মনে করি এটা এমনই থাকবে।

শনিবার তেল আবিবে শত-সহস্র মানুষ সমবেত হয়ে ট্রাম্পের প্রতি কৃতজ্ঞতা জানায়।

২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলায় প্রায় ১২০০ ইসরায়েলি নাগরিক নিহত এবং ২৫১ জন জিম্মি হয়েছিলেন। সেই ঘটনার পর ইসরায়েলের সামরিক অভিযানে গাজায় নিহত হয় ৬৭ হাজারেরও বেশি ফিলিস্তিনি। যার মধ্যে ১৮ হাজারের বেশি শিশু।

ট্রাম্পের মধ্যস্থতায় স্বাক্ষরিত ২০ দফা শান্তি পরিকল্পনার প্রথম ধাপ বাস্তবায়নের পর তিনি সোমবার ইসরায়েল পৌঁছে নেসেটে (পার্লামেন্ট) ভাষণ দেবেন। এরপর তিনি যাবেন মিশরের শার্ম আল শেখে, যেখানে একটি আন্তর্জাতিক শান্তি সম্মেলন অনুষ্ঠিত হবে। সূত্র: বিবিসি

বিপি/টিআই

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন