বাংলাপ্রেস ডেস্ক: ১০ বছর পর প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে ওপার বাংলার জনপ্রিয় জুটি দেব ও শুভশ্রী গাঙ্গুলির ‘ধুমকেতু’, যেটি এই জুটি অভিনীত শেষ সিনেমা। সিনেমাটির মুক্তি উপলক্ষে আজ সোমবার ট্রেলার উন্মোচন অনুষ্ঠানে ঘটে গেল এক ম্যাজিক্যাল মোমেন্ট।
মঞ্চে এসে সিনেমাটির জন্য সবাইকে ধন্যবাদ জানান দেব। এর পরই দেবকে বন্ধু হওয়ার অনুরোধ জানিয়ে শুভশ্রী বললেন, ‘আমার সঙ্গে বন্ধুত্ব করবে?’ তখন দেব জানতে চান, ‘কেন?’ এর উত্তরে শুভশ্রী বলে উঠলেন, ‘এমনি’।’ অনেক বছর আগে মুক্তি পাওয়া ‘চ্যালেঞ্জ’ ছবির সেই ম্যাজিক্যাল মোমেন্ট তৈরি হলো আবার। এরপর মঞ্চের সামনে উপস্থিত দর্শকদের উন্মাদনা শুরু হয়ে যায়।
এ সময় অনুষ্ঠানটির উপস্থাপক রোহান দেব ও শুভশ্রী দুজনের কাছেই প্রশ্ন রাখেন, দুজন দুজনকে কবে ফলো করবে? এর পরই সঙ্গে সঙ্গে শুভশ্রী বলে উঠলেন, ‘ব্লক করল কে? আমি করিনি।’ এ সময় লজ্জায় মুখ ঢেকে নেন দেব।এরপর দুজনেই দুজনের মুঠোফোন হাতে নিয়ে দুজনকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফলো করেন। এরপর সোফা থেকে উঠে এসে দাঁড়িয়ে দেবের সঙ্গে সেলফি তুলেন শুভশ্রী।
একসঙ্গে কাজ করতে গিয়ে পরিচয়, এরপর বন্ধুত্ব এবং তারপর দুজনের মন দেওয়া-নেওয়া। চুটিয়ে প্রেম করলেও একটা সময় দুজনের দুটি পথ দুদিকে বেঁকে যায়, আলাদা হয়ে যান দেব-শুভশ্রী।ওপার বাংলার হিট এই জুটি নিয়ে দর্শকেরও আগ্রহ কম নেই। কিন্তু পর্দার বাইরে ব্যক্তিগত জীবনেও তাদের এক হওয়াকে ঘিরে ভক্তদের মধ্যেও ছিল উন্মাদনা, কিন্তু তাদের আলাদা হয়ে যাওয়ায় মন ভাঙে ভক্তদেরও।
নানা জটিলতা পেরিয়ে ‘ধুমকেতু’ মুক্তি পাচ্ছে এ মাসে, অর্থাৎ ১৪ আগস্ট। সিনেমাটি পরিচালনা করেছেন কৌশিক গাঙ্গুলি।
[বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।]
বিপি>টিডি
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]