
সুলতানা মাসুমা, লক্ষ্মীপুর জেলা প্রতিনিধিঃ ঘুষ নয়, দক্ষতা ও যোগ্যতার বিবেচনায় চাকুরী পাওয়া সম্ভব হবে পুলিশ বিভাগে। কোনোভাবেই অর্থ ও তদবির কাজে আসবে না।"
কনস্টেবল পদে নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ঘোষণাকালে সোমবার (২৮ মার্চ) সকালে লক্ষ্মীপুর পুলিশ সুপার ড. এ এইচ এম কামরুজ্জামান (পিপিএম-সেবা) এসব কথা বলেছেন।
এসময় জেলা পুলিশ লাইন্স মাঠে অপেক্ষমান চাকুরী প্রত্যাশী ও তাদের অভিভাবকদের উদ্দেশ্য করে পুলিশ সুপার আরও বলেন,কোন প্রতারক ও বাটপরের খপ্পরে পড়ে যেনো বিভ্রান্ত না হয় অভিভাবকরা। যদি কেউ চাকরির কথা বলে টাকা দাবি করে তাদের আইনশৃঙ্খলা বাহিনীর নিকট সোর্পদ করতে অনুরোধ করেন তিনি।
তিনি জানান, প্রধানমন্ত্রীর নির্দেশ মোতাবেক ও আইজিপির সরাসরি তত্বাবধানে কনস্টেবল পদে লোকবল নিয়োগ করা হবে। এর আগের নিয়োগেও দক্ষ ও যোগ্যদের চাকরি হয়েছে।
নিজের চাকরির শেষদিন পর্যন্ত সততার সাথে বাংলাদেশ পুলিশ-বাহিনীর সুনাম ধরে রাখার অভিমত ব্যক্ত করেন পুলিশের এ কর্মকর্তা।
এর আগে গতকাল রবিবার দিনব্যাপী পুলিশ লাইন্স মাঠে কনস্টেবল (টিআরসি) পদে চাকুরী প্রত্যাশীদের শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণ পরীক্ষা সম্পন্ন হয়।
পুলিশ সুপারের কার্যালয় সূত্র জানায়, চাকরি নয়,সেবা এই স্লোগান নিয়ে বাংলাদেশ পুলিশ ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে এ নিয়োগে লক্ষ্মীপুর জেলা থেকে পুরুষ ৪১ নারী ৭ সর্বমোট-৪৮ পুলিশ কনস্টবল নেওয়া হবে।
বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]