১৫ অক্টোবর ২০২৫

ঘুষে নয়, যোগ্যতায় হবে পুলিশে চাকরি : লক্ষ্মীপুর পুলিশ সুপার

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
ঘুষে নয়, যোগ্যতায় হবে পুলিশে চাকরি : লক্ষ্মীপুর পুলিশ সুপার
সুলতানা মাসুমা, লক্ষ্মীপুর জেলা প্রতিনিধিঃ ঘুষ নয়, দক্ষতা ও যোগ্যতার বিবেচনায় চাকুরী পাওয়া সম্ভব হবে পুলিশ বিভাগে। কোনোভাবেই অর্থ ও তদবির কাজে আসবে না।" কনস্টেবল পদে নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ঘোষণাকালে সোমবার (২৮ মার্চ) সকালে লক্ষ্মীপুর পুলিশ সুপার ড. এ এইচ এম কামরুজ্জামান (পিপিএম-সেবা) এসব কথা বলেছেন। এসময় জেলা পুলিশ লাইন্স মাঠে অপেক্ষমান চাকুরী প্রত্যাশী ও তাদের অভিভাবকদের উদ্দেশ্য করে পুলিশ সুপার আরও বলেন,কোন প্রতারক ও বাটপরের খপ্পরে পড়ে যেনো বিভ্রান্ত না হয় অভিভাবকরা। যদি কেউ চাকরির কথা বলে টাকা দাবি করে তাদের আইনশৃঙ্খলা বাহিনীর নিকট সোর্পদ করতে অনুরোধ করেন তিনি। তিনি জানান, প্রধানমন্ত্রীর নির্দেশ মোতাবেক ও আইজিপির সরাসরি তত্বাবধানে কনস্টেবল পদে লোকবল নিয়োগ করা হবে। এর আগের নিয়োগেও দক্ষ ও যোগ্যদের চাকরি হয়েছে। নিজের চাকরির শেষদিন পর্যন্ত সততার সাথে বাংলাদেশ পুলিশ-বাহিনীর সুনাম ধরে রাখার অভিমত ব্যক্ত করেন পুলিশের এ কর্মকর্তা। এর আগে গতকাল রবিবার দিনব্যাপী পুলিশ লাইন্স মাঠে কনস্টেবল (টিআরসি) পদে চাকুরী প্রত্যাশীদের শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণ পরীক্ষা সম্পন্ন হয়। পুলিশ সুপারের কার্যালয় সূত্র জানায়, চাকরি নয়,সেবা এই স্লোগান নিয়ে বাংলাদেশ পুলিশ ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে এ নিয়োগে লক্ষ্মীপুর জেলা থেকে পুরুষ ৪১ নারী ৭ সর্বমোট-৪৮ পুলিশ কনস্টবল নেওয়া হবে। বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন