১৩ অক্টোবর ২০২৫

গল্পের নায়ক হতে চান ‘উড়াল’ অভিনেতা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
গল্পের নায়ক হতে চান ‘উড়াল’ অভিনেতা
বাংলাপ্রেস ডেস্ক:  একঝাঁক তরুণকে নিয়ে বন্ধুত্বের গল্পে চলতি মাসের শুরুতে প্রেক্ষাগৃহে মুক্তি পায় সিনেমা ‘উড়াল’। তরুণ নির্মাতা জোবায়দুর রহমানের পরিচালনায় তিন বন্ধুর একজন ‘রঞ্জু’ হয়ে পর্দায় আসেন তরুণ অভিনেতা সোহেল তৌফিক। ছবিটি মুক্তির পর দর্শকের কাছ থেকে ইতিবাচক সাড়া পেয়েছেন বলে জানান এই তরুণ অভিনেতা। কালের কণ্ঠের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ‘প্রথম সবকিছুর আনন্দ কিংবা উচ্ছ্বাস একটু অন্যরকমই হয়।প্রায় দুই বছর পর যখন ছবিটি মুক্তির ঘোষণা আসে তখন বিশ্বাসই হচ্ছিল না। আমি এবং আমার সঙ্গে যারা ছিলেন তারা সবার মধ্যেই উচ্ছ্বাস কাজ করছিল। বড় পর্দায় নিজেদেরকে দেখব। ছবি মুক্তির আগের দিনটা ছিল একদমই অন্যরকম।টেনশন হচ্ছিল, সঙ্গে নার্ভাসনেস। তারপরও আমরা সবাই অনেক বেশি এক্সাইটেড ছিলাম যে, কি হয়!’ এরপর সোহেল বললেন, ‘ছবিটি মুক্তির পর আমার যারা কাছের মানুষ কিংবা পরিচিত তারা প্রশংসা করেছেন। সত্যি বলতে, ভালো-মন্দ দুটো দিক নিয়েই জানিয়েছেন। আমিও সেটাই উপভোগ করেছি।আর সবচেয়ে মজার বিষয় হলো, আমরা নিজেরা নিজেদেরকে বাহবা দিয়েছি।’‘উড়াল’ তার দ্বিতীয় সিনেমা হলেও এটি দিয়েই বড় পর্দায় তার অভিষেক ঘটে। এর আগে টোকন ঠাকুরের পরিচালনায় ‘কাঁটা’ সিনেমায় অভিনয় করেছিলেন বছর কয়েক আগে কিন্তু সে ছবিটি আর মুক্তি পায়নি। এদিকে মুক্তির অপেক্ষায় রয়েছে তার আরেক সিনেমা ‘ডোডোর গল্প’। রেজা ঘটক পরিচালিত এ সিনেমায় তাকে দেখা যাবে পরীমনির ছেলে যীশুর চরিত্রে।কিছুদিন আগেই ছবিটির ডাবিং শেষ হয়েছে বলে জানান এ অভিনেতা। তিনি বলেন, ‘এই ছবিটির শুটিং অনেক আগেই শেষ হয়েছে। ডাবিং বাকি ছিল সেটা সম্প্রতি শেষ করেছি। যেহেতু ছবিটি নিয়ে পরিচালকের পরিকল্পনা আছে তা এটা সম্পর্কে এখনই খুব বেশি কিছু বলতে পারছি না।’ এছাড়াও বেশ কয়েকটি সিনেমা নিয়ে কথাবার্তা হচ্ছে জানালেন সোহেল তৌফিক। তবে এখনো চূড়ান্ত কিছু হয়নি বলার মতো। সিনেমার বাইরে তাকে বিজ্ঞাপন, নাটক এবং ওয়েবেও দেখা যায়। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগ থেকে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেছেন। শিক্ষাজীবনে নাট্যশিল্পে অর্জিত তাত্ত্বিক জ্ঞান ও দীর্ঘসময় মঞ্চনাটকের অভিজ্ঞতা কাজে লাগিয়ে এই অঙ্গনে যাত্রা শুরু করেন তিনি। সোহেল তৌফিকের ভাষ্যে, ‘যখন বিশ্ববিদ্যালয়ে নাট্যকলা বিভাগে ভর্তি হই, তখন সেখানে মঞ্চ নাটকে অংশ নিতে হয়। অভিনয় নিয়ে আমার মধ্যে কখনোই কোনো পরিকল্পনা ছিল না কিন্তু মঞ্চে কাজ করতে করতে একটা সময় অভিনয়টাকে মনে লালন করতে শুরু করি। তখন মনে হলো, এই অভিজ্ঞতা কাজে লাগিয়ে শোবিজে চেষ্টা করা যেতে পারে। সেই থেকে শুরু।’ তিনি আরো বলেন, ‘এখনো আমি তরুণ, শিখছি। চেষ্টা করছি ভালো কাজগুলোর সঙ্গে যুক্ত থাকার। হয়তো সেরকম বলার মতো ভালো কাজগুলোর প্রস্তাব আমার কাছে আসে না, তারপরেও চেষ্টা করে যাচ্ছি। আমি নায়ক নয়, গল্পের নায়ক হতে চাই; যেখানে গল্পটা প্রধান হবে।’ উল্লেখ্য, অভিনয়ের বাইরে সোহেল তৌফিক রানআউট ফিল্মসের মাহমুদুল হাসান আদনানের সহকারী হিসেবে কাজ করেছেন কিছুদিন। এছাড়াও শাহরিয়ার পলক পরিচালিত গ্রামীণ ফোনের ‘স্বপ্ন যাবে বাড়ি’-তে অভিনয় করেন, এর পাশাপাশি ওয়ালকার্ট, বুকসহ বেশ কিছু বিজ্ঞাপনের মডেল হন। এছাড়াও ‘কারাগার’, ‘মায়াশালিক’ এর মতো ওয়েবেও দেখা গেছে তাকে। অভিনয় করেছেন একাধিক নাটক ও ধারাবাহিকে। এরমধ্যে উল্লেখযোগ্য- ষন্ডাপান্ডা, মাশরাফি জুনিয়র, আপন মানুষ ইত্যাদি। [বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।] বিপি>টিডি
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন