১৪ অক্টোবর ২০২৫

গৌরীপুর সেচ্ছাসেবী সংগঠনের উদ্দ্যোগে রাস্তা সংস্কার

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
গৌরীপুর সেচ্ছাসেবী সংগঠনের উদ্দ্যোগে রাস্তা সংস্কার

গৌরীপুর ময়মনসিংহ থেকে : ময়মনসিংহের গৌরীপুর উপজেলার মাওহা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মাওহা বাজার হইতে রামকৃষ্ণপুর পর্যন্ত গ্রামীন কাঁচা রাস্তা সেচ্ছাশ্রমে সংস্কার করলেন মাওহা ইউনিয়নের সেচ্ছাসেবী সংগঠন বন্ধুর বাধঁন একতা ছাত্র সংঘের উদ্দ্যোগে ৪ সেপ্টেম্বর সকাল থেকে শুরু করে বিকেল পর্যন্ত রাস্তাটি সংস্কার করা হয়েছে। মাওহা বাজার সংলগ্ন একটু বৃষ্টি হলেই জমে হাটু পানি, সৃষ্টি হয় কাঁদার। এতে বিপাকে পড়তে হয় সাধারণ মানুষদের। দীর্ঘদিন ধরে এ রাস্তার বেহাল অবস্থার কারণে মহল্লার মানুষের যাতায়াতের ক্ষেত্রে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। কিন্তু দেখার কেউ নেই।

এমন অবস্থা দেখে সেচ্ছাসেবী সংগঠন বন্ধুর বাঁধন একতা ছাত্র সংঘের উদ্যোগে গর্তে মাটি ফেলে স্বেচ্ছায় রাস্তাটি সংস্কার করে চলাচলের উপযোগী করে তুলেছেন তারা।স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে সরকারিভাবে বা স্থানীয় কোন জনপ্রতিনিধি এ রাস্তা সংস্কারে কোন উদ্যোগ নেননি। রাস্তাটি সংস্কারের জন্য স্থানীয় জনপ্রতিনিধিদের মৌখিকভাবে জানানোর পরও এ বিষয়ে তারা কোন ব্যবস্থায় নেয়নি।

অথচ গ্রামীন অবকাঠামো উন্নয়নে সরকারের টিআর, কাবিখা, কর্মসৃজনসহ বিভিন্ন প্রকল্প বরাদ্দ করা হলেও তা গ্রামীণ রাস্তা সংস্কারের ক্ষেত্রে কোন কাজে আসছে না। তাই সেচ্ছাসেবী সংগঠনের যুবকরা মিলে স্বেচ্ছাশ্রমে এ রাস্তাটি মেরামত করেছে।সেচ্ছাশ্রমে রাস্তাটি সংস্কার করায় বন্ধুর বাধঁন একতা ছাত্র সংঘের সকল সদস্যদের ধন্যবাদ জানিয়েছেন সাবেক ইউপি সদস্য আসাদুজ্জামান ছাদেক ও স্থানীয়রা।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন