
হুমায়ুন কবুর,গৌরীপুর প্রতিনিধি: আসন্ন শারদীয় দুর্গাপূজা ২০২৫ উপলক্ষে ময়মনসিংহের গৌরীপুর থানার উদ্যোগে আইন-শৃঙ্খলা বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকাল ৩টায় গৌরীপুর থানা অডিটরিয়ামে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দিদারুল ইসলাম এবং সঞ্চালনায় ছিলেন বিশ্বজিত ঘোষ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার দেবাশীষ রায়।
এছাড়াও বক্তব্য রাখেন অস্থায়ী সেনাক্যাম্পের ইনচার্জ আনোয়ার হোসেন, জামায়াত গৌরীপুর উপজেলা আমির বদরুজ্জামান, গৌরীপুর প্রেসক্লাব সভাপতি কাজী আব্দুল্লাহ আল আমিন, সাধারণ সম্পাদক শেখ বিপ্লব, উপজেলা পুজা উদযাপন কমিটির সভাপতি কমল সরকার, সাধারণ সম্পাদক অমল দাস, বিভিন্ন পুজা মণ্ডপ কমিটির সভাপতি সুবাস চন্দ্র কর ঝন্টু, পলাশ কান্তি বিশ্বাস, গৌর চন্দ্র দেবনাথ, মহিশ্বসরন পুজা কমিটির সভাপতি প্রমুখ।
সভায় বক্তারা শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা উদযাপনে সকলের সহযোগিতা কামনা করেন এবং আইন-শৃঙ্খলা রক্ষায় প্রশাসন সর্বোচ্চ প্রস্তুতির আশ্বাস দেন।
এ বছর গৌরীপুর উপজেলায় পৌরশহরসহ ৫৫টি পূজামণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]