১৪ অক্টোবর ২০২৫

হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন সাইফ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন সাইফ
বাংলাপ্রেস ডেস্ক: বলিউড অভিনেতা সাইফ আলী খানকে কয়েকদিন আগে মধ্যরাতে ছুরিকাঘাতে জখম করা হয়। ছয়টি ছুরিকাঘাত লাগে তার। পরে গুরুতর অবস্থায় হাসপাতালে নেয়া হয় তাকে। হাসপাতালে পাঁচদিন থাকার পর মঙ্গলবার (২১ জানুয়ারি) ছাড়া পেয়েছেন তিনি। এদিন বিকেলে নিজের বাড়িতে ঢুকেছেন এ অভিনেতা। ভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, এদিন বাড়ি ফেরার সময় সাইফের পরনে ছিল সাদা শার্ট ও জিনস। বাম হাতের কবজিতে ব্যান্ডেজ ছিল। মাথার চুল ছিল ছোট, দাড়িও ছিল পরিষ্কার। সরাসরি হেঁটে বাড়িতে যান তিনি। এ সময় পাপারাজ্জিদের দিকে হাসিমুখে তাকিয়ে হাত নাড়েন বলিউড তারকা। মঙ্গলবার দুপুর ২টার দিকে মুম্বাইয়ের লীলাবতি হাসপাতালের বাইরে দেখা যায় সাইফকে। এ সময় কড়া নিরাপত্তার মধ্যে তাকে বাড়িতে নিয়ে যান তারকার পরিবারের সদস্যরা। গাড়িতে চালকের পাশের সিটে বসেছিলেন অভিনেতা। হাসপাতাল থেকে সরাসরি বাড়িতে চলে যায় অভিনেতাকে বহন করা গাড়ি। প্রাথমিকভাবে বলা হয়েছিল, সৎগুরু শরণ আবাসনে না গিয়ে পাশের একটি আবাসনে যাবেন। যেখানে ২০২১ সালের আগে থাকতেন তিনি। কিন্তু এদিন তা না হয়ে সৎগুরু শরণেই যান সাইফ। এদিকে সাইফ হাসপাতালে থেকে বাড়ি রওনা দেয়ার পরপরই তারকার বাড়িতে পৌঁছে যায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য। মূলত তার নিরাপত্তার জন্যই পুলিশ মোতায়েন করা হয়েছে। বাড়ির সামনে গাড়ি থামানোর পর সরাসরি হেঁটে ভেতরে চলে যান সাইফ। আবাসনের মূল ফটকের বাইরে দাঁড়িয়ে পাপারাজ্জিদের দিকে হাত নেড়ে নমস্কার জানান। বুড়ো আঙুল তুলে সবাইকে স্পষ্ট জানান দেন―একদমই সুস্থ আছেন। এর আগে সাইফের স্বাস্থ্য সম্পর্কে চিকিৎসকরা জানিয়েছিলেন, আগামী সাতদিন বিশ্রামে থাকতে হবে তাকে। এমনকি কয়েকদিন শুয়ে থাকারও পরামর্শ দেয়া হয়েছে বলিউড অভিনেতাকে। বিপি/টিআই
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন