
হেনস্তা নিয়ে মুখ খুললেন নুসরাত-সায়ন্তিকা !



বিনোদন ডেস্ক: সম্প্রতি মদ্যপ শিক্ষকের দ্বারা মঞ্চে হেনস্তা নিয়ে মুখ খুলেন কলকাতার গায়িকা সোমলতা আচার্য্য। তার পর এবার মঞ্চে হেনস্তা নিয়ে মুখ খুললেন কলকাতার জনপ্রিয় দুই নায়িকা- নুসরাত জাহান ও সায়ন্তিকা ব্যানার্জি। তারাও নাকি স্টেজ শো করতে গিয়ে হেনস্তার শিকার হয়েছেন।বিষয়টি নিয়ে অভিনেত্রী নুসরাত জাহান বলছেন, নন্দীগ্রামের কাছে একটা শো করতে গিয়েছিলাম। সেখানে কিছু কমিটির সদস্য মদ্যপ হয়ে মঞ্চে উঠে। পরে আমার সঙ্গে শোয়ের মাঝে ছবি তোলা শুরু করেন। এমন ভাব, যে পেমেন্ট দিয়েছেন মানে আমাকেই কিনে নিয়েছেন।
তিনি বলেন, আমি সে মুহূর্তে অন্যায়ের প্রতিবাদ করতে পারিনি। কারণ আমার টিমে দশ জন লোক ছিলেন। কমিটিতে ৩০ জন লোক ছিলেন। এরকম সময় দর্শকদের মধ্যে বহু মহিলা ছিলেন, যারা এই ঘটনার প্রতিবাদ করেন, তাদের সমর্থনেই সেদিন ঠিকভাবে বাড়ি ফিরে আসতে পেরেছি।অভিনেত্রী সায়ন্তিকা ব্যানার্জি বলেন, আমিও এরকম হেনস্তার শিকার হয়েছি। এরপর থেকে যখন এরকম শো-এ যাই, তখনই বাউন্সারদের বা আয়োজকদের বলে রাখি, দর্শকের কেউ যাতে কোনো ভাবেই আমার কাছাকাছি আসতে না পারে। তাতে অনেক সময়ই কিছুটা নিরাপদ থাকা যায়।
দেখা গেছে কলকাতার শিল্পী, অভিনেতা, অভিনেত্রীরা এই শীতের সময়ে স্টেজ শোতে বেশি সময় দেন। এর মধ্যে ছেলেদের চেয়ে মেয়েরা বেশি হেনস্তার শিকার হন। যার কারণে বর্তমানে তারকারা স্টেজ শো করা কমিয়ে দিয়েছেন। হাতেগোনা কিছু শোতেই অংশ নিচ্ছেন কলকাতার তারকারা। বিপি/কেজে
আপনি এগুলোও পছন্দ করতে পারেন





