১৪ অক্টোবর ২০২৫

ইলিশ কম পাওয়ার কারণ জানালেন মৎস উপদেষ্টা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ০১ অক্টোবর ২০২৫, ০২:৫৪ পিএম
ইলিশ কম পাওয়ার কারণ জানালেন মৎস উপদেষ্টা

বাংলাপ্রেস ডেস্ক: মৎস্যপ্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, জাটকা ধরতে গিয়ে তারা ইলিশ ধ্বংস করে ফেলেছেএছাড়া ইলিশের রাস্তাগুলো ভরাট হয়ে গেছে। এ কারণেইবছর আমরা কম ইলিশ পেয়েছি।

বুধবার (১ অক্টোবর) বিকেলে টাঙ্গাইলের মির্জাপুরে দানবীর রণদা প্রসাদ সাহার দুর্গা মন্দির পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ফরিদা আখতার বলেন, ‘আমরা গত বছর যে উদ্যোগ নিয়েছিলাম, তাতে সফলতা এসেছিল। এতে করে ৫২ দশমিক ৫ শতাংশ মা ইলিশ রক্ষা করা সম্ভব হয়েছিল। এ বছর মা ইলিশ রক্ষায় পুলিশ, নৌবাহিনী ছাড়াও বিমান বাহিনী ড্রোন ব্যবহার করবে।’

তিনি আরও বলেন, ‘ইলিশ কম আহরণের মূল কারণ হচ্ছে কারেন্ট জাল ও চায়না জাল। সে কারণে এ বছর আমরা আরও বেশি সতর্ক থাকব। আশা করছি, এবার কিছুটা হলেও বেশি ইলিশ রক্ষা করতে পারব।’

সময় উপস্থিত ছিলেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান, ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক, সুইজারল্যান্ডের দূতাবাসের ডেপুটি হেড অব মিশন দিপক ইলমার, টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হক এবং পুলিশ সুপার মিজানুর রহমান।

প্রতি বছরের মতো এ বছরও মা ইলিশ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞা আসছে। আগামী ৪ অক্টোবর থেকে ২৪ অক্টোবর পর্যন্ত এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে

 

বিপি/টিআই

 

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন