১৪ অক্টোবর ২০২৫

ইতিহাস গড়তে যাচ্ছে দেব-শুভশ্রীর ‘ধূমকেতু’!

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
ইতিহাস গড়তে যাচ্ছে দেব-শুভশ্রীর ‘ধূমকেতু’!
বাংলাপ্রেস ডেস্ক:  প্রায় দশ বছর পর্দায় ফিরছে টলিউডের এক সময়ের জনপ্রিয় জুটি দেব-শুভশ্রী। তাদের অভিনীত সর্বশেষ সিনেমা ‘ধূমকেতু’ অবশেষে আলোর মুখ দেখতে যাচ্ছে। আগামীকাল বৃহস্পতিবার (১৪ আগস্ট) ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে মুক্তি পেতে যাওয়া এই ছবিটি ইতোমধ্যে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে আলোচনা তৈরি করেছে। আর মুক্তির একদিন আগে অগ্রিম বুকিংয়ে রীতিমত বাজিমাত করেছে এই সিনেমা! ছবিটির টিকেটের চাহিদা এতটাই বেশি যে, শো টাইম বাড়াতে হচ্ছে হল মালিকদের। শুধু তাই নয়, সকাল ৭টায়ও শো দেওয়া হয়েছে। আর সেখানেই ম্যাজিক দেখিয়েছে ‘ধূমকেতু’। সেই শোতেও প্রথমদিনেই হাউজফুল টিকিট বিক্রিতে নতুন রেকর্ড গড়েছে। কলকাতা সাউথ সিটি মলের আইনক্সে প্রথমবারের জন্য কোনো বাংলা সিনেমা সকাল ৭টার শোতে হাউজফুল টিকিট বিক্রি হলো! এ প্রসঙ্গে দেব জানিয়েছেন, এটা বাংলা সিনেমায় নতুন ইতিহাস! অনুভূতি জানিয়ে দেব বলেন,“বক্স অফিসে এত অসাধারণ ওপেনিং দেখে আমি খুব খুশি! আমি সবাইকে ধন্যবাদ জানাই যারা আমার ওপর ভরসা করেছেন, আমাদের এই ছবিকে এত ভালোবাসা দিয়েছেন ও বাংলা ছবিকে এক নতুন সাফল্যের শীর্ষে নিয়ে গিয়েছে!” দীর্ঘদিন পর টলিউডের জনপ্রিয় জুটি দেব ও শুভশ্রীকে একসঙ্গে দেখার লোভ যেন সামলাতে পারছে না তাদের ভক্তরা।তাইতো আগের মতো বর্তমানেও তাদের নিয়ে উন্মাদনা কম নয়। ‘ধূমকেতু’ ছবিটি পরিচালনা করেছেন কৌশিক গাঙ্গুলি। [বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।] বিপি>টিডি
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন