১৪ অক্টোবর ২০২৫

জারিন খানের গাড়ির ধাক্কায় যুবক নিহত

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
জারিন খানের গাড়ির ধাক্কায় যুবক নিহত

বাংলাপ্রেস ডেস্ক: অভিনেত্রী জারিন খানের গাড়ির সঙ্গে ধাক্কায় মারা গেলেন এক যুবক। বুধবার ঘটনাটি ঘটেছে উত্তর গোয়ার আঞ্জুনায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই ব্যক্তির নাম নীতিশ গোরাল। বয়স ৩১ বছর। মপাসার বাসিন্দা তিনি। বুধবার তিনি তাঁর স্কুটার নিয়ে বেরিয়েছিলেন। রাস্তায় হঠাৎ জারিন খানের গাড়িতে ধাক্কা মারেন তিনি।

ঘটনার সময় সেখানে উপস্থিত ছিলেন অভিনেত্রী জারিন খান ও তাঁর গাড়ির চালক আলি আব্বাস। তাঁরা জানিয়েছেন, নীতিশ নামে ওই ব্যক্তি স্কুটার নিয়ে তাঁদের গাড়িতে ধাক্কা মারেন। বলা যায়, স্কুটার-সহ গাড়ির মধ্যে প্রায় ঢুকে পড়েন তিনি। তখনই তাঁর মাথায় জোরে আঘাত লাগে। সঙ্গে সঙ্গেই তাঁকে মপাসার অ্যাসিলো হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই মারা যান নীতিশ। আঞ্জুনা থানায় এ নিয়ে দায়ের হয়েছে অভিযোগ। যদিও জারিন ও তাঁর গাড়িচালক দাবি করেছেন, তাঁদের কোনও দোষ নেই, কিন্তু এমন কোনও প্রমাণ এখনও পুলিশের হাতে এসে পৌঁছয়নি। তাই ঘটনাটি খতিয়ে দেখছে তারা। শুরু হয়েছে তদন্ত। আশপাশে কোনও সিসিটিভি রয়েছে কিনা তার খোঁজ চলছে।

কিছুদিন আগে আরও একটি মামলায় জারিন খানের নাম প্রকাশ্যে এসেছিল। তাঁর অভিযোগ ছিল, প্রাক্তন ম্যানেজার তাঁর নামে চরিত্রহীনতার গুজব ছড়াচ্ছে। মুম্বইয়ের খার পুলিশ স্টেশনে এনিয়ে মামলা দায়ের করেন তিনি। জারিনকে বন্ধুমহলে খারাপ প্রতিপন্ন করার চেষ্টা করছেন বলে অভিযোগ অভিনেত্রীর। জারিনের আইনজীবী রিজওয়ান সিদ্দিকি বলেন, “বিষয়টি এখন তদন্তসাপেক্ষ। ভারতীয় দণ্ডবিধির ৫০৯ ধারায় অঞ্জলির নামে মামলা রুজু হয়েছে। কোনও মহিলার আত্মসম্মান ও অন্যদের তাঁর প্রতি বিশ্বাস নিয়ে ছেলেখেলা করার অধিকার কারও নেই। একসময় যাকে অন্ধবিশ্বাস করত, সে এই কাজ করলে মেনে নেওয়ার প্রশ্নই নেই।” পুলিশের কাছে অঞ্জলি ও তাঁর মেসেজের কথোপকথন জমা দিয়েছেন জারিন। প্রসঙ্গত, অঞ্জলি আথা এর আগে হৃত্বিক রোশন ও কঙ্গনা রানাউতের সঙ্গে কাজ করেছেন।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন