
জাতীয় ঐক্য প্রক্রিয়ার কারণে সরকার ভীত হয়েছে : মওদুদ আহমদ


বাংলাপ্রেস অনলাইন: ব্যারিস্টার মওদুদ আহমদ বলেছেন, জাতীয় ঐক্য প্রক্রিয়ার কারণে বর্তমান সরকার ভীত। তাদের আর খালি মাঠে গোল দিতে দেয়া হবে না। মঙ্গলবার (২৫ সেপ্টেম্বর) সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে এক অলোচনা সভায় তিনি এ কথা বলেন। এ সময় পহেলা অক্টোবর থেকে আন্দোলনের জন্য নেতা-কর্মীদের প্রস্তুতি নেয়ার আহ্বান জানান তিনি।
ব্যারিস্টার মওদুদ আহমদ বলেন, 'জাতীয় ঐক্যকে আরো শক্তিশালী করতে হবে কারণ এই স্বৈরাচারী সরকারকে অপসারণ করতে হলে সারা জাতিকে ঐক্যবদ্ধ কুরতে হবে। মাঠে নামতে হবে। জনগণের জোয়ার এই সরকারকে দেখাতে হবে। এবার খালি মাঠে বোল্ড দিতে দেবনা। জনগণকে সাথে নিয়ে খালেদা জিয়াকে মুক্ত করে এই সরকারকে আমরা অপসারিত করতে হবে। পহেলা অক্টোবর থেকে রেডি হয়ে যান।' এসময় তিনি আরো বলেন, 'বাংলাদেশ একটি ফ্যাসিস্ট রাষ্ট্রে পরিণত হয়েছে তার প্রমাণ এসব ভৌতিক মামলা। কোনও ঘটনাই ঘটেনি। থানার এসআইরা সুন্দর করে মামলা করে রাখে। মৃত ব্যক্তির নামে মামলা, হজ করতে গেছেন এমন মানুষের নামে মামলা। কোনও মামলায় ঘটনা হওয়ার দরকার নাই। কোনও ঘটনা ঘটে নাই। তারপরও ৪ হাজার মামলা দিয়েছে গত ২১ দিনে।'
বাংলাপ্রেস/আর এলআপনি এগুলোও পছন্দ করতে পারেন





-68eb4afad18dd.jpg)