১৩ অক্টোবর ২০২৫

জাতীয় পুরস্কার নিতে ‘কিং’-এর শুটিং রেখে দেশে ফিরছেন শাহরুখ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
জাতীয় পুরস্কার নিতে ‘কিং’-এর শুটিং রেখে দেশে ফিরছেন শাহরুখ
বাংলাপ্রেস ডেস্ক:  ৩৩ বছরের ক্যারিয়ারে প্রথমবারের মতো ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাচ্ছেন বলিউড বাদশাহ শাহরুখ খান। গত ১ আগস্ট পুরস্কার ঘোষণায় শাহরুখের এমন প্রাপ্তিতে মেতে ছিল পুরো বলিউড। বিজয়ীদের নাম ঘোষণার পর থেকেই অনুষ্ঠান কবে হবে তা নিয়ে ছিল জল্পনা। সব অপেক্ষার অবসান ঘটিয়ে প্রকাশ্যে এলো দিনক্ষণ। ভারতীয় গণমাধ্যম বলছে, আগামী ২৩ সেপ্টেম্বর বিকেল ৪টায় দিল্লির বিজ্ঞান ভবনে অনুষ্ঠিত হবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান অনুষ্ঠান। এদিকে পোলান্ডে নিজের আসন্ন সিনেমা ‘কিং’-এর শুটিং করছিলেন শাহরুখ খান। পুরস্কারের তারিখ ঠিক হওয়ায় শুটিং স্থগিত রেখে কিং খান দেশে ফিরছেন বলেই খবর। বলিউড হাঙ্গামার তথ্য অনুযায়ী, ৭১তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ী এবং জুরি সদস্যদের সময়, তারিখ ও অনুষ্ঠানস্থল সম্পর্কিত তথ্য চিঠি ও আমন্ত্রণপত্রের মাধ্যমে জানানো হয়েছে।প্রটোকল অনুযায়ী, আমন্ত্রিতরা বিমান টিকিট, আবাসন এবং দিল্লি বিমানবন্দর থেকে অনুষ্ঠানস্থলে আসা এবং সেখান থেকে ফেরার যাবতীয় সব সুবিধা পাবেন। যা চিঠিতে উল্লেখ রয়েছে। প্রসঙ্গত, অ্যাটলি কুমার পরিচালিত ‘জওয়ান’ সিনেমার জন্য সেরা অভিনেতার পুরস্কার পাচ্ছেন শাহরুখ খান। একই বিভাগে তাঁর সঙ্গে যৌথভাবে সেরা অভিনেতার পুরস্কার পাচ্ছেন ‘টুয়েলভথ ফেল’-এর বিক্রান্ত মাসে।এ ছাড়া ‘মিসেস চট্টোপাধ্যায় ভার্সেস নরওয়ে’ ছবির জন্য শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার পাচ্ছেন রানি মুখার্জি। প্রথা অনুযায়ী, ৭১তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেবেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। [বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।] বিপি>টিডি
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন