১৩ অক্টোবর ২০২৫

জীবনসঙ্গী হিসেবে যেমন মানুষ চান পারশা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
জীবনসঙ্গী হিসেবে যেমন মানুষ চান পারশা
বাংলাপ্রেস ডেস্ক:  সংগীতশিল্পী ও অভিনেত্রী পারশা মাহজাবীন জীবনসঙ্গী নির্বাচনের ক্ষেত্রে কোনো আপস করতে চান না। তার ভাষায়, শুধুই নিজের পছন্দের মানুষকেই বিয়ে করবেন, তবে এখনো সেই উপযুক্ত মানুষটিকে পাননি। সম্প্রতি এক সাক্ষাৎকারে পারশা বলেন, ‘আমার হয়তো রিকোয়ারমেন্ট অনেক। তাই হয়তো মনের মতো কাউকে পাচ্ছি না। মানুষকে তো কাস্টমাইজ করা যায় না। আমি যেমন চাই, হুবহু তেমন একজনকে পাব—এটা প্রত্যাশা করাও ভুল। বরং হতে পারে, আমি যেমনটা চাই, তার ঠিক উল্টো ধরনের কারো প্রেমে পড়ে গেলাম।’ তিনি আরও যোগ করেন, ‘আমি ধরাবাঁধা কোনো নিয়মে নাই। মানুষ সব সময়ই তার পছন্দমতো সবকিছু পাবে, তেমনটা নয়। এমনও যদি হয়, তেমন কানো সঙ্গে যদি ভালো ম্যাচিং হয়ে যায়, আমার সব কিছু তার সঙ্গে মিলিয়ে যাচ্ছে, সে আমাকে ভালোভাবে নিচ্ছে, তাহলে নতুন করে ভাবব।’ চলচ্চিত্রে অভিনয়ের বিষয়ে পারশা জানান, ক্যারিয়ারের শুরু থেকেই নায়িকা হওয়ার প্রস্তাব পেয়েছেন, কিন্তু এখনই বড় পর্দায় কাজ করতে আগ্রহী নন। তার ভাষায়, আমাকে অভিনয়ে আরো দক্ষ হতে হবে। সিনেমা করার জন্য আলাদা করে শিখতে হবে। নাটক থেকেই আমি শিখতে চাই। শিখেই একসময় সিনেমা করব। এ জন্য আমাকে সময় নিতে হবে। কোনো কিছু নিয়েই আমার তাড়াহুড়া নেই।’ গান ও অভিনয় দুই ক্ষেত্রেই এগিয়ে যেতে চান পারশা। তবে নিজেকে সবসময়ই গানের মানুষ হিসেবেই পরিচয় দিতে স্বাচ্ছন্দ্যবোধ করেন। তিনি বলেন, ‘আমি এখনো অভিনয়ে তেমন পারদর্শী নই। গান আমার অন্তরের অংশ। গান ছাড়া আমি অচল। গান গাইতে বা শুনতে ভীষণ ভালো লাগে। অভিনয় করার পর দর্শকের ফিডব্যাক পেলে অনুপ্রাণিত হই। তখন মনে হয় আরো অভিনয় করতে চাই।’ [বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।] বিপি>টিডি
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন