১৪ অক্টোবর ২০২৫

'জিরো' দেখে শাহরুখের প্রশংসায় পঞ্চমুখ মালালা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
'জিরো' দেখে শাহরুখের প্রশংসায় পঞ্চমুখ মালালা

বাংলাপ্রেস ঢাকা: কিছুদিন আগেই মুক্তি পেয়েছে শাহরুখ খানের ছবি ‘জিরো’। চিত্র সমালোচকরা ছবিটির তেমন প্রশংসা না করলেও মজেছেন মালালা ইউসুফজাই। ‘জিরো’ দেখে শাহরুখের প্রশংসায় পঞ্চমুখ তিনি। এতটাই আপ্লুত, যে একটি ভিডিও বার্তাও দিয়েছেন সোশ্যাল সাইটে।

মালালা ভিডিওয় বলেছেন, ‘জিরো’ তাঁর খুব ভাল লেগেছে। ছবিটি বেশ এন্টারটেনিং। শাহরুখ অসাধারণ। তাঁর গোটা পরিবারের পছন্দ হয়েছে ‘জিরো’। টুইটারে এর আগে তাঁদের মধ্যে কথা হয়েছে। কিন্তু শাহরুখের সঙ্গে মুখোমুখি হওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন মালালা। বলেছেন, যদি কখনও শাহরুখ অক্সফোর্ডে আসেন বা ব্রিটেনের কোথাও আসেন, তবে তাঁদের দেখা হবে, কথা হবে।

শুক্রবারই মুক্তি পেয়েছে শাহরুখ খানের ছবি ‘জিরো’। ছবিতে শাহরুখ ছাড়া রয়েছেন ক্যাটরিনা। ছবি মুক্তির আগে অনেকেই ভেবেছিল ‘জব তক হ্যায় জান’ ম্যাজিক ফিরবে ‘জিরো’-তে। কিন্তু ক্যাটরিনার গ্ল্যামার আর অনুষ্কা-শাহরুখের অভিনয় দাঁড় করাতে পারল না ছবিটিকে। কোনও সিনেমা সুপারহিট হওয়ার আসল মশলা হল তার কাহিনি। শাহরুখের ‘জিরো’ সেখানেই নম্বর পেল না। ভারত-সহ গোটা বিশ্বে ৫ হাজার ৯৬৫টি স্ক্রিনে মুক্তি পেয়েছে ছবিটি। ফলে মানুষের মিশ্র প্রতিক্রিয়া সত্ত্বেও প্রথম তিনটে দিন যে বক্স অফিসে চুটিয়ে ব্যবসা করে নেবে এ ছবি, তা বলাই যায়। ছবির ভাল দিক বলতে গেলে উল্লেখ করতে হয় এর ভিজুয়াল এফেক্টের কথা। বিশ্বমানের ভিএফএক্স দুর্বল চিত্রনাট্যের মধ্যেও ছবির মানরক্ষা করেছে। প্রয়াণের পর আরও একবার বড়পর্দায় শ্রীদেবীর উপস্থিতি চোখে জল এনেছে দর্শকদের। তবে শাহরুখের অনুগামীরা অবশ্য এতে একেবারেই বিচলিত নয়। তারা ছবিটি নিয়ে বেশ উচ্ছ্বসিত। নোবেলজয়ী মালালা ইউসুফজাইও বোধহয় সেই তালিকাতেই পড়েন।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন